আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠনের নির্দেশ, ফের বিপাকে সন্দীপ ঘোষ

Published on:

Published on:

RG Kar case blow to Sandeep Ghosh

বাংলা হান্ট ডেস্কঃ আর্থিক দুর্নীতি মামলায় ফের চাপে পড়লেন আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে চার্জ গঠনের নির্দেশ দিল আদালত। শুধু সন্দীপ ঘোষই নন, এই মামলায় আরও চারজন অভিযুক্ত হলেন, সুমন হাজরা, বিপ্লব সিং, আশরাফ আলি এবং আর এক কর্মী। আদালতের নির্দেশ, আগামী ২২ জুলাই শুরু হবে সাক্ষ্যগ্রহণ।

আদালতে এই পাঁচ অভিযুক্তই মামলার শুরুতে অব্যাহতির আবেদন করেন। তবে বিচারক সেই আবেদন খারিজ করে দিয়ে স্পষ্ট জানান, যথেষ্ট প্রমাণ রয়েছে চার্জ গঠনের জন্য। ফলে আইনত পথে বিচার শুরু হবে বলে স্পষ্ট করেন সিবিআই-এর আইনজীবীরা।

তদন্তে উঠে আসে, আরজি করের (RG Kar) একাধিক আর্থিক ফাইল নিয়ে দুর্নীতির ছাপ। অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত ভুয়ো কনসালটেন্সি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছিল।

RG Kar case blow to Sandeep Ghosh

আরও পড়ুনঃ ‘শাস্ত্র বিধি লঙ্ঘন, রথের রশিতে পা’, দীঘায় জগন্নাথ মন্দিরের ধ্বজা পুড়তেই বিস্ফোরক শুভেন্দু

ধর্ষণ-খুন মামলায় ছাড়, কিন্তু রেহাই নয় দুর্নীতিতে

প্রসঙ্গত, আরজি করে (RG Kar) এক ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। সেই মামলা থেকে তিনি গত বছর ডিসেম্বরে অব্যাহতি পান। তবে একই সঙ্গে আরজি করে সিবিআই যে আর্থিক দুর্নীতির হদিস পায়, সেই মামলায় ফের গ্রেফতার হন তিনি। সে সময় থেকেই তিনি জেল হেফাজতে রয়েছেন।