বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) পর ৩ মাসের অধিক অতিক্রান্ত। ইতিমধ্যেই এই মামলার ট্রায়াল শুরু হয়েছে। সেই সঙ্গেই শোনা যাচ্ছে, সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার তোরজোড় শুরু করেছে সিবিআই (CBI)। শুধু তাই নয়! জানা যাচ্ছে, সেই চার্জশিট তৈরি করার আগে এক পুলিশ আধিকারিককে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি।
আরজি কর কাণ্ডে (RG Kar Case) কোন পুলিশ আধিকারিককে তলব?
আগেই শোনা গিয়েছিল, চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় শীঘ্রই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই চার্জশিটে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম থাকবে বলেও জানা গিয়েছিল। এবার রিপোর্ট বলছে, সেই চার্জশিট তৈরির আগে সোদপুর ঘোলা থানার প্রাক্তন আইসি কৌশিক সরকারকে তলব করেছে সিবিআই।
বর্তমানে কৌশিক সরকারের হুগলিতে ট্রান্সফার হয়েছে। তবে আগস্ট মাসে আরজি কর কাণ্ডের সময় তিনি ঘোলা থানার আইসি ছিলেন। ৯ আগস্ট নির্যাতিতার দেহ বাড়িতে পৌঁছনোর পর কী কী হয়েছিল, সেই ঘটনাক্রম জানতেই কৌশিককে তলব করা হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ ঘুষের রেট ৪০,০০০ থেকে ১ লাখ! লাইসেন্স রিনিউ করতেও ‘টাকার খেলা’? মুখ খুললেন দমকলমন্ত্রী
যদিও এই প্রথম নয়, এর আগেও ঘোলা থানার প্রাক্তন আইসিকে তলব করেছিল সিবিআই। এবার সন্দীপ, অভিজিতের (Abhijit Mondal) বিরুদ্ধে চার্জশিট তৈরির আগে ফের একবার কৌশিকের বয়ান রেকর্ড করা হতে পারে বলে খবর।
উল্লেখ্য, আরজি কর চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনার (RG Kar Case) পর থেকেই প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা। পরবর্তীতে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তাঁকে গ্রেফতার করে সিবিআই। একই অভিযোগে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করে তারা। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই এই দু’জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।