সন্দীপ অতীত! আরজি কর মামলায় এবার CBI স্ক্যানারে এই ৬ ব্যক্তি! ফাঁস হতেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি করে ধর্ষণ খুনের ঘটনার পরেই সামনে এসেছে হাসপাতালের চার দেওয়ালের ভেতর হওয়া নানান দুর্নীতির কথা। সন্দীপ ঘোষের জমানায় আরজি করে ভূরি ভূরি দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এই মামলায় (RG Kar Case) গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষকে। সেইসঙ্গেই সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক নেতা আশিস পাণ্ডে, সন্দীপের নিরাপত্তারক্ষী এবং দুই ঠিকাদারকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি।

  • আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Case) সিবিআই স্ক্যানারে ৬ ডাক্তার!

রিপোর্ট অনুযায়ী, আর্থিক দুর্নীতির এই মামলায় ডাক্তারদের ভূমিকার ওপর বেশি গুরুত্ব আরোপ করছেন তদন্তকারীরা। এখানেই শেষ নয়! এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে আরও অন্তত ৬ জন ডাক্তার রয়েছেন বলে খবর। ওই চিকিৎসকদের নাম এবার পশ্চিমবঙ্গ সরকারকে (Government of West Bengal) জানাতে পারে সিবিআই।

কেন্দ্রীয় এজেন্সির দাবি, গত ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার (RG Kar Case) শুনানিতে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেছেন, কোনও ব্যক্তি জুনিয়র চিকিৎসক, হাউস স্টাফ অথবা নার্সকে হেনস্থা কিংবা হুমকি দিয়েছেন, এমন তথ্য যদি সিবিআইয়ের কাছে আসে, তাহলে তারা সেটা রাজ্য সরকারের সঙ্গে আদানপ্রদান করতে পারে। রাজ্য সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে আশ্বাসও দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! CBI-এর হাতে বিস্ফোরক তথ্য? ফাঁস হতেই তোলপাড়

তাই জানা যাচ্ছে, আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় ৬ জন চিকিৎসক নজরে রয়েছেন তাঁদের সম্বন্ধে প্রথমে রাজ্য সরকারকে জানাতে চায় সিবিআই (CBI)। সম্প্রতি স্বাস্থ্যকর্তাকে দেওয়া চিঠিতে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে, তাদের কাছে যদি আরজি কর হাসপাতালে কোনও ডাক্তার অথবা আধিকারিকের দুর্নীতির বিষয়ে তথ্য আসে, তাহলে তারা সেই বিষয়ে রাজ্যকে জানাবে। রাজ্য তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক, এমনটাই দাবি তদন্তকারী সংস্থার। প্রয়োজনে সিবিআই-ও ওই ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে পারে।

RG Kar case CBI officers allegedly went to RG Kar Hospital for investigation

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এই মামলার তদন্তে দু’জন প্রবীণ ডাক্তারের নাম উঠে এসেছে। তাঁরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ঘনিষ্ঠ এবং হাউস স্টাফ নিয়োগ দুর্নীতি, বর্জ্য পাচার, হাসপাতালের নানান সামগ্রী কেনার ক্ষেত্রে দুর্নীতির যোগ থাকতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেই সঙ্গেই সন্দীপের হয়ে নানান খাতে টাকা তুলতেন বলে অভিযোগ, এমন তিনজন চিকিৎসকের নামও তদন্তে সামনে এসেছে বলে খবর। একইসঙ্গে আরজি করের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষের ঘনিষ্ঠ এক সাবেক কর্তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। তাঁকে তলব করে সিবিআই আধিকারিকরা জেরা করেছিলেন বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর