আরজি কর কাণ্ডে নয়া মোড়! সাপ্লিমেন্টারি চার্জশিটে এই ২ ‘রাঘব বোয়ালে’র নাম? তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) পর তিন মাস অতিক্রান্ত। গত ৯ আগস্ট আরজি করের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী ডাক্তারের মৃতদেহ। ইতিমধ্যেই এই মামলার প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। এবার শোনা যাচ্ছে, সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি।

  • আরজি কর কাণ্ডের (RG Kar Case) সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে পারে ‘এই’ ২ নাম!

জানা যাচ্ছে, আগামী সোমবার থেকে আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। দ্রুত বিচারের লক্ষ্যে রোজ এই মামলার শুনানি হবে বলে খবর। শুধু তাই নয়! জানা যাচ্ছে, আগামীকাল শিয়ালদহ আদালতে (Sealdah Court) সিবিআইয়ের তরফ থেকে এই মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হতে পারে। সেখানে নাম থাকতে পারে দু’জনের।

চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। এবার শোনা যাচ্ছে, সাপ্লিমেন্টারি চার্জশিটে এই দু’জনের নাম থাকতে পারে। আগামী সোমবার সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট দিতে চলেছে বলে খবর।

আরও পড়ুনঃ রাজ্যও এই নিয়ম মানতে বাধ্য! শেষ রায়ে প্রধান বিচারপতি যা বললেন … তুমুল শোরগোল দেশে

এই দু’জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তথ্য প্রমাণ লোপাটের পাশাপাশি বৃহত্তর ষড়যন্ত্রের আঙ্গিকও উড়িয়ে দেয়নি সিবিআই। স্বাভাবিকভাবেই এবার সন্দীপ (Sandip Ghosh), অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হতে পারে, এই খবর প্রকাশ্যে আসায় জোর শোরগোল পড়ে গিয়েছে।

RG Kar case Sandip Ghosh Abhijit Mondal lawyer sharp questions in court

উল্লেখ্য, গত ৮ আগস্ট রাতে আরজি কর (RG Kar Case) হাসপাতালের চার দেওয়ালের মধ্যে ধর্ষিতা হয়ে খুন হন মহিলা চিকিৎসক। ৯ আগস্ট সকালে চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। ইতিমধ্যেই এই মামলায় সিবিআই তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আগামীদিনে আর কী কী তথ্য উঠে আসে সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর