বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে, তাতে গর্জে উঠেছে গোটা বাংলা। সমাজমাধ্যম থেকে পথে নেমে প্রতিবাদ, বাদ যাচ্ছে না কিছুই। দিকে দিকে উঠেছে ‘জাস্টিস ফর আরজি কর’ রব। এই আবহে এবার নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার অভিযোগে রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর (RG Kar Case)।
কোন মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল (RG Kar Case)?
ধর্ষিতার নাম-পরিচয় গোপন রাখার বিধান আগে থেকেই রয়েছে। আরজি কর মামলায় সম্প্রতি সুপ্রিম কোর্টও নিহত চিকিৎসকের নাম, ছবি কোনও জায়গায় ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। এবার শীর্ষ আদালতের এই নির্দেশ অমান্য করার অভিযোগ উঠল। সোমবার পুরুলিয়া সদর থানায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানী টুডুর (Sandhyarani Tudu) বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেন বিজেপি সভাপতি বিবেক রাঙা।
- কী ঘটেছিল?
জানা যাচ্ছে, গত শুক্রবার বিকেলে এই ঘটনার সূত্রপাত। আরজি কর কাণ্ডের প্রতিবাদে কুলচা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ, পুঞ্চা কৃষক বাজারের সামনে একটি বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় আরজি করের (RG Kar Case) নির্যাতিতার নাম ব্যবহার করা হয়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর আজ রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর! নয়া নিয়ম সংসদের, বিপাকে পড়ার আগেই জানুন
উল্লেখ্য, এই প্রথম নয়, আরজি করের ঘটনার পর পরই নিহত চিকিৎসকের নাম, পরিচয় ফাঁস হয়ে গিয়েছিল। সমাজমাধ্যম খুললেই দেখা যাচ্ছিল তাঁর ছবি। এমনকি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করার দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একাধিকবার নির্যাতিতার (RG Kar Victim) নাম নিয়েছিলেন। এবার রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে উঠল এহেন অভিযোগ।
এদিকে আরজি করের ঘটনার (RG Kar Case) কথা বলা হলে, বর্তমানে সিবিআই তদন্ত করছে। কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে আসছে একের পর এক তথ্য। সেই সঙ্গেই রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ। রবিবার এক মহামিছিলের সাক্ষী থেকেছে কলকাতা। সোমবার আবার ‘লালবাজার অভিযান’ করছেন জুনিয়র চিকিৎসকরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে পথে নেমেছেন তাঁরা। লালবাজারের বহু আগেই আটকে দেওয়া হয়েছে তাঁদের। রাস্তাতেই অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, হয় মিছিল এগোতে দিতে হবে, নাহলে সিপি না আসা অবধি অবস্থান চলবে তাঁদের।