আজই ঘুরে যাবে ‘খেলা’! দাবি পূরণ না হলে …! এবার আরও বড় পদক্ষেপ জুনিয়র ডাক্তারদের?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকে কর্মবিরতিতে ছিলেন জুনিয়র ডাক্তাররা। এরপর জরুরি পরিষেবায় যোগ দিলেও মঙ্গলবার থেকে ফের কর্মবিরতি শুরু করেন তাঁরা। পুজোর আবহে জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors Protest) এমন সিদ্ধান্ত নেওয়ায় অনেকেরই অনুমান, সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারে। এমতাবস্থায় সামনে আসছে নয়া আপডেট।

  • কর্মবিরতি কবে উঠবে (Junior Doctors Protest)?

রিপোর্ট বলছে, শুক্রবারই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে তুলে দেওয়ার সম্ভাবনা প্রবল। আজ তাঁদের একটি প্রতিবাদ মিছিল হতে পারে। এরপরেই কর্মবিরতি তুলে দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে। সূত্র মারফৎ আপাতত এমনটাই জানা যাচ্ছে। তবে কাজে যোগ দিলেও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors) নিজেদের দাবি থেকে সরবেন না বলেই খবর।

জানা যাচ্ছে, জুনিয়র ডাক্তারদের ফ্রন্টের তরফ থেকে নিরাপত্তা সম্বন্ধিত দাবি পূরণের জন্য রাজ্যকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হবে। সেটা যদি না মানা হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু হবে বলে খবর। টানা ৯ ঘণ্টার জিবি বৈঠকের পর আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।

আরও পড়ুনঃ পুজোর মুখে বড় ধামাকা! একাদশ-দ্বাদশের ১০০০০ টাকা নিয়ে বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

গত ৯ আগস্ট আরজি কর (RG Kar Case) হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই প্রতিবাদে শামিল জুনিয়র চিকিৎসকরা। টানা প্রায় দেড় মাস কর্মবিরতিতে ছিলেন তাঁরা। সেই সঙ্গেই চলেছে প্রতিবাদ। এরপর মাঝে কয়েকদিনের জন্য জরুরি পরিষেবায় যোগ দিলেও, গত মঙ্গলবার থেকে ফের কর্মবিরতি শুরু করেন তাঁরা।

Junior doctors protest

জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) এই সিদ্ধান্তে দু’ভাগে বিভক্ত হয়ে যায় সাধারণ মানুষ। কেউ কেউ তাঁদের সিদ্ধান্তকে সমর্থন করেন, কেউ কেউ আবার বিরোধিতা। অনেকেই দাবি করেন, ফের কর্মবিরতির এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে। অবশেষে জানা গেল, শুক্রবার কর্মবিরতি তুলে নিতে পারেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের তরফ থেকে কী ঘোষণা করা হয় আপাতত সেদিকেই নজর সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর