চরম ব্যর্থ CBI! আর জি কর মামলায় জামিন সন্দীপ-অভিজিতের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় (RG Kar Case) গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দু’জনে। এবার তাঁদের জামিন দিল আদালত।

  • আরজি কর কাণ্ডে (RG Kar Case) সন্দীপ-অভিজিতের জামিন

এর আগেও একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি। জোরালো সওয়াল করেছিলেন তাঁদের আইনজীবী। অবশেষে জামিনের আর্জি মঞ্জুর করল আদালত। জানা যাচ্ছে, গ্রেফতারির ৯০ দিন পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) দু’জনের বিরুদ্ধে চার্জশিট না দিতে পারায় জামিনের নির্দেশ দিয়েছে আদালত।

আরজি কর চিকিৎসক ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলায় গ্রেফতার হন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। এদিন ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেন তিনি। তবে আর্থিক দুর্নীতি মামলা এখনও চলছে। ফলে একটি মামলায় জামিন (Bail) পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না সন্দীপের।

আরও পড়ুনঃ রাত ৮-১০টা, ১২-২টো…! নাকা চেকিং নিয়ে এবার কড়া সিদ্ধান্ত কলকাতা পুলিশের

অন্যদিকে শুধুমাত্র ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল অভিজিৎকে (Abhijit Mondal)। এদিন সেই মামলায় জামিন পেয়েছেন তিনি। ফলে তাঁর জেলমুক্তিতে কোনও বাধা নেই। তবে যখন থানায় ডাকা হবে, তখনই অভিজিৎকে যেতে হবে বলে খবর। জানা যাচ্ছে, এদিন ২০০০ টাকা বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি।

RG Kar case CBI will give chargesheet against Sandip Ghosh and Abhijit Mondal now

শুক্রবার আদালতে আরজি কর ধর্ষণ খুন মামলার শুনানির সময় সিবিআই জানায়, প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশ করার নির্ধারিত সময়সীমা শেষ। কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট দিচ্ছে না। তদন্তকারী অফিসার জানান, এখনও এই মামলার তদন্ত চলছে। ফলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না।

এরপরেই সন্দীপ-অভিজিতের আইনজীবী জামিনের আবেদন করেন। বলা হয়, তাঁর মক্কেলরা ৯০ দিনের অধিক সময় ধরে হেফাজতে আছেন। সেই কারণে এবার তাঁদের জামিন দেওয়া হোক। এরপরেই আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় (RG Kar Case) সন্দীপ-অভিজিৎকে জামিন দেয় আদালত। শুক্রবারই অভিজিতের জেলমুক্তি হবে বলে জানা যাচ্ছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর