আমৃত্যু কারাদণ্ড! সাজা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া! কী বললেন সঞ্জয় রায়?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডে (RG Kar Case) আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত (Sealdah Court)। সোমবার সঞ্জয় রায়ের (Sanjay Roy) সাজা ঘোষণা করা হল। বিচারক অনির্বাণ দাস এদিন জানান, ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হচ্ছে তাঁকে। সঞ্জয়ের উদ্দেশে বিচারক বলেন, ‘আপনাকে জীবনের শেষদিন অবধি জেলে থাকতে হবে’।

সাজা শোনার পর কী বললেন সঞ্জয় (RG Kar Case)?

জানা যাচ্ছে, এদিন সাজা ঘোষণা হওয়ার পর কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে ছিলেন আরজি কর-দোষী। এজলাস ছাড়ার সময় তাঁকে বিড়বিড় করে কিছু বলতেও শোনা যায় বলে খবর। এরপর এজলাস থেকে বেরনোর সময় সঞ্জয়ের আইনজীবীরা তাঁকে জানান, শিয়ালদহ আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয়নি। আমৃত্যু কারাদণ্ড হয়েছে তাঁর। সেকথা শোনার পর সঞ্জয় শুধু বলেন, ‘বদনাম হয়ে গেলাম’।

এদিকে আজ শিয়ালদহ আদালতের তরফ থেকে সঞ্জয়ের রায় ঘোষণার পর তাঁর মায়ের প্রতিক্রিয়া জানতে বাড়ির সামনে ভিড় জমেছিল (RG Kar Case)। যদিও সকাল থেকেই সঞ্জয়-জননী বাড়ির দরজা বন্ধ করে রেখেছেন বলে খবর। একবারের জন্যেও সেই দরজা খোলেননি। সঞ্জয়কে কী শাস্তি দেওয়া হল সেটা বাইরে থেকে জানানো হলেও তিনি নিরুত্তাপ বলে খবর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ জামিন পেতেই ‘অ্যাকশনে’ বালু! জ্যোতিপ্রিয় এবার যা করলেন… জোর শোরগোল!

অন্যদিকে আজ সাজা ঘোষণার আগে ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন সঞ্জয়। তিনি বলেন, ‘আমি কোনোটাই করিনি। আমায় ফাঁসানো হয়েছে। আগের দিনও বলেছি। অনেক কিছু নষ্ট করা হয়েছে আমি শুনেছি। আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। আমায় মারধর করা হয়েছে। যে যা ইচ্ছা করছে, যেখানে খুশি সই করিয়ে নিচ্ছে’।

RG Kar case Sealdah Court gave this punishment to Sanjay Roy

এদিন সব পক্ষের বক্তব্য শোনার পর দুপুর ৩টে নাগাদ সঞ্জয়ের সাজা ঘোষণা করেন বিচারক অনির্বাণ দাস। সঞ্জয়ের আমৃত্যু তথা যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাঁকে জরিমানা করেছে শিয়ালদহ আদালত। ৫০,০০০ টাকার জরিমানা করা হয়েছে (RG Kar Case)। জরিমানার টাকা না দিলে আরও ৫ মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এদিকে রাষ্ট্রকে সব মিলিয়ে ১৭ লক্ষ টাকার (ধর্ষণের জন্য ৭ লক্ষ ও হত্যার জন্য ১০ লক্ষ) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর