RG Kar-র তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত নিয়ে একাধিক প্রশ্ন! এবার ডাক্তারের সাক্ষ্য নিল আদালত

বাংলা হান্ট ডেস্কঃ শুরু থেকেই আরজিকরের (RG Kar) তরুণী চিকিৎসকের মৃত্যুর তদন্তের পাশাপাশি একাধিক প্রশ্ন উঠেছে তাঁর ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও।  অভিযোগ গত ৯ই আগস্ট আরজিকরের (RG Kar) তরুণী চিকিৎসক খুন-ধর্ষণের ঘটনার পর পড়ুয়ার ময়নাতদন্তের সময় একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে।

RG Kar কান্ডের ময়নাতদন্তকারী ডাক্তারের সাক্ষ্য নিল আদালত

পাশাপাশি দাবি করা হচ্ছে ময়নাতদন্তের সময় মৃতদেহের সামনের অংশের ময়নাতদন্ত হলেও মৃতদেহের পেছনের অংশে কোন ক্ষত বা আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়নি। সোমবার ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় প্রধান ময়না তদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করেছে  শিয়ালদহ অতিরিক্ত দায়রা বিচারকের আদালত।

তবে সূত্রের খবর মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে এদিন আদালতে নিয়ে আসা হয়নি। প্রেসিডেন্সি সংশোধনাগার থেকেই সে ভার্চুয়াল মাধ্যমের  সাক্ষ্য গ্রহণ পর্বে অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন: হাসপাতালে চিকিৎসাধীন RBI গভর্নর শক্তিকান্ত দাস! হঠাৎ কি হল তাঁর?

তদন্ত-কারীদের কথায়, ‘৯ অগস্ট তিন জন চিকিৎসক মৃতের ময়না তদন্ত করেছিলেন। ওই দিন মৃতদেহের ব্যবচ্ছেদের পাশাপাশি নানা নমুনা সংগ্রহ করা হয়েছিল। নিহত ডাক্তারের ভিসেরা, রক্ত-সহ নানা নমুনা প্রধান ময়না তদন্তকারী চিকিৎসকের অধীনেই রাখা ছিল। কিন্তু কলকাতা কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে ওই সব নমুনা আরও পাঁচ দিন বাদে, ১৪ আগস্ট পাঠানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে।’

RG Kar

প্রসঙ্গত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর, তদন্ত প্রক্রিয়ায় প্রধান ময়না তদন্তকারী চিকিৎসককে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া, তাঁর দুই সহকারী ময়না তদন্তকারী চিকিৎসকেও জিজ্ঞাসাবাদকরা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের তিন জনের বয়ানও  লিপিবদ্ধ করা হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর