ব্যাচমেট বলে ক্লিনচিট বিনীতকে!অভয়ার আইনজীবীর অভিযোগে বিস্ফোরক মন্তব্য কুণালের

Published on:

Published on:

RG Kar case sparks political fire over CBI clean chit

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর মেডিক্যাল কলেজের (RG Kar) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রাক্তন নগরপাল (CP) বিনীত গোয়েলকে ক্লিনচিট দেওয়ায় প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। তাঁর দাবি, তদন্তকারী সিবিআই অফিসার এবং বিনীত একই ব্যাচের। তবে সিবিআই জানিয়েছে, পর্যাপ্ত প্রমাণ না থাকায় কাউকে গ্রেফতার করা যায় না।

সিবিআইয়ের ষষ্ঠ রিপোর্টে বিনীতের নাম নেই

বুধবার আদালতে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। তারা জানায়, সিসিটিভি ফুটেজ এবং একাধিক ব্যক্তির বয়ান পরীক্ষা করে দেখা গিয়েছে, বিনীত গোয়েলের (Vineet Goel) বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই। তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

আইনজীবীর প্রশ্ন, ‘ব্যাচমেট বলেই কি ছাড়?’

নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজির দাবি, তদন্তকারী আধিকারিক সম্পত মীনা (Sampat Meena) এবং বিনীত গোয়েল  (Vineet Goel) একই ব্যাচে ছিলেন। তাই সঠিক তদন্ত হয়নি বলেই তাঁর অভিযোগ। যদিও সিবিআই-এর আইনজীবী বলেন, ব্যাচমেট হওয়া কোনও অপরাধ নয়। তদন্ত হয়েছে নিয়ম মেনে।

এই বিতর্কে মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “যিনি ধর্ষণ-খুন করেছেন তাঁকে কলকাতা পুলিশই ধরেছে। এরপর নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত চেয়ে আদালতে যান। এখন তাঁরা বলছেন সিবিআই ঠিক করছে না! এটা রাজনৈতিকভাবে চালিত করা হচ্ছে।”

RG Kar case sparks political fire over CBI clean chit

আরও পড়ুনঃ হিন্দমোটর জমি দখল নিয়ে মামলার নিষ্পত্তি, চূড়ান্ত রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

‘তদন্তে ভুল থাকলে আদালতেই প্রমাণ করুন’

কুণালবাবুর কথায়, “আপনারা হাই কোর্ট, সুপ্রিম কোর্টে গিয়েছেন। সেখানে তো কেউ বলেনি তদন্ত ভুল। তাহলে এখন এত প্রশ্ন কেন?” তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, “আপনারা তদন্তে ভুল প্রমাণ করে দেখান আদালতে। শুধু মন্তব্য করলেই হবে না।”