প্রথম সাক্ষী ‘ইনি’! আজ থেকেই শুরু হচ্ছে আরজি কর মামলার ট্রায়াল! শুনানি হবে রোজ

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) তিন মাস পর শুরু হচ্ছে বিচারপর্ব তথা ট্রায়াল। আজ থেকে শিয়ালদহের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে। জানা যাচ্ছে, আজ থেকে সাক্ষ্যগ্রহণও শুরু হয়ে যাবে। প্রথম সাক্ষী কে, ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই নাম।

  • দ্রুত বিচারের লক্ষ্যে রোজ হবে আরজি কর মামলার (RG Kar Case) শুনানি!

রিপোর্ট বলছে, আরজি কর মামলার বিচারপর্বে প্রথম সাক্ষ্যগ্রহণ করা হবে নির্যাতিতার বাবার। দুপুর ২টোর আগে তাঁকে আদালতে (Sealdah Court) উপস্থিত হতে বলা হয়েছে বলে খবর। ২টোর পর থেকে রুদ্ধদ্বার কক্ষে শুরু হবে মামলার শুনানি।

জানা যাচ্ছে, আজ নির্যাতিতার বাবাকে ‘ক্রস’ করতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) আইনজীবী এবং ধর্ষণ খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের আইনজীবী। বিচারকের নির্দেশ অনুযায়ী, আজ ধৃত সঞ্জয়কে সশরীরে কিংবা ভার্চুয়ালি আদালতে উপস্থিত করা হতে পারে।
আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে (RG Kar Case) গত অক্টোবর মাসে প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। এরপর গত ৪ নভেম্বর এই মামলার চার্জ গঠন হয়। আজ থেকে শুরু হচ্ছে বিচার প্রক্রিয়া। দ্রুত বিচারের লক্ষ্যে ছুটির দিনগুলি বাদে রোজ এই মামলার শুনানি হবে বলে খবর।

আরও পড়ুনঃ ডিএলএড পড়ুয়াদের জন্য বড় খবর! প্রাথমিকে সুযোগ নিয়ে মামলা হতেই হাইকোর্টের নির্দেশ… 

সূত্র মারফৎ জানা যাচ্ছে, আজ শুধুমাত্র নির্যাতিতার বাবার সাক্ষ্য নেওয়া হবে। এরপর নির্যাতিতার মায়ের সাক্ষ্যগ্রহণ করা হবে। এছাড়া তাঁর গাড়ির চালক, নির্যাতিতার ময়নাতদন্তকারী তিন চিকিৎসক, তাঁর চারজন সহকর্মী, যাদের সঙ্গে গত ৮ আগস্ট রাতে তিনি ডিউটিতে ছিলেন এবং একসঙ্গে রাতের খাবার খেয়েছিলেন, তাঁদের সাক্ষ্যে গুরুত্ব দেওয়া হচ্ছে।

RG Kar case junior doctors protest

সেই সঙ্গেই তিনজন মহিলা ডাক্তার, চেস্ট বিভাগের কয়েকজন ডাক্তার, আরজি কর (RG Kar Case) ফাঁড়ির যে আধিকারিক প্রথম ঘটনাস্থলে গিয়েছিলেন, ৮ আগস্ট বিকেল থেকে ৯ আগস্ট ভোর রাত অবধি যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের সঙ্গে ছিলেন, তাঁর এবং ধৃত সঞ্জয়ের ‘মেন্টর’ হিসেবে পরিচিত একজন পুলিশ আধিকারিকের সাক্ষ্যের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে খবর। পাশাপাশি জানা যাচ্ছে, এইমসের বিশেষজ্ঞ এবং কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির বিশেষজ্ঞদের সাক্ষ্যগ্রহণ করা হতে পারে। সিবিআই সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর