‘ধর্ষণের মোটিভ ছিল না…’! এবার বোমা ফাটালেন তিলোত্তমার মা! আরজি কর কাণ্ডে তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ ধর্ষণ নাকি গণধর্ষণ? আরজি কর কাণ্ডে (RG Kar Case) সঞ্জয় রায় ছাড়া কি আরও কেউ জড়িত? কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) শুনানির প্রথম দিনই একাধিক প্রশ্নের মুখে পড়ল সিবিআই (CBI)। কেস ডায়েরি তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে রাজ্য জানিয়েছে, পুনরায় তদন্ত হলে তাদের কোনও আপত্তি নেই। একইসঙ্গে প্রশ্ন তুলেছে, বিচার শেষ হওয়ার পর কি নতুন করে তদন্ত শুরু করা যায়?

বিচারপতি ভাবনাচিন্তা শুরু করেছেন! জানালেন তিলোত্তমার বাবা (RG Kar Case)

আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই কারণে আরও তদন্ত চান তাঁরা। এদিন শুনানি শেষে তিলোত্তমার বাবা বলেন, ‘এখনও আমাদের ৫৪টা প্রশ্নের উত্তর অধরা। তার জবাব পেতে চাই। আদালত কীভাবে সেই প্রশ্নের জবাব দেবে সেটা আদালতকেই ভাবনাচিন্তা করতে হবে। বিচারপতি আজ যে কথা বলেছেন, তাতে বোঝাই গিয়েছে, তিনি ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন’।

কলকাতা হাইকোর্টে এদিনের শুনানির পর কিছুটা হলেও আশ্বস্ত হয়ে তিলোত্তমার (RG Kar Case) মা বলেন, ‘বারবার চেষ্টা করেও আমরা সিবিআইকে বোঝাতে পারিনি এটা প্রাতিষ্ঠানিক খুন। এটা ধর্ষণের মোটিভ ছিল না, খুন করাই ছিল উদ্দেশ্য। হাসপাতালে জাল ওষুধের দুর্নীতি সে জেনে ফেলেছিল, এত রোগীর মৃত্যুর প্রতিবাদ জানিয়েছিল, সেই কারণে খুন করা হয়েছে। এটা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও তদন্তের অধীন আনেনি। এবার হয়তো সিবিআই নড়েচড়ে বসবে’।

আরও পড়ুনঃ পার্থর জামাইয়ের কথাতেই…! এবার বিস্ফোরক অভিযোগ মামার! জোর বিপাকে ‘রাজসাক্ষী’ কল্যাণময়?

আজকের শুনানির পর সিবিআই নড়েচড়ে বসবে এই আশা করলেও, রাজ্য সরকারের (Government of West Bengal) ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে তিলোত্তমার পরিবার। নির্যাতিতার বাবা বলেন, ‘রাজ্য সরকার একদিকে বলছে ফের তদন্তে তাঁদের কোনও আপত্তি নেই। আবার অন্যদিকে আইনের দিক থেকে বাধা দেখাচ্ছে। তারা যে ঠিক কী কথা বলতে চাইছে, সেটা স্পষ্ট করে বলছে না। সেই ৯ তারিখ থেকে রাজ্য সরকারের যে চরিত্রটা দেখে আসছি, সেটা এখানেও তুলে ধরলেন’।

RG Kar case victim doctor psychologist opened up

তিলোত্তমার (RG Kar Case) পরিবারের আইনজীবী শামিম আহমেদের গলাতেও শোনা গিয়েছে একই সুর। তিনি দাবি করেন, ‘রাজ্য সরকার আসলে চাইছে না তদন্ত হোক। সেই কারণে তারা বলছে, ফের তদন্ত হলে তাদের কোনও অসুবিধা নেই, কিন্তু আইনের আইনের অসুবিধা আছে। একথা বলার মাধ্যমে আসলে এটাই বোঝাতে চাইছে তারা। রাজ্য এই মামলার ইতি চাইছে, বিচার নয়। সিবিআইয়ের কাছে আদালত জানতে চেয়েছে, যে ইস্যুগুলো উঠে এসেছে, গণধর্ষণের অভিযোগ সহ, সেগুলি তদন্ত করে খতিয়ে দেখা হয়েছে কিনা’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর