বৃন্দা অতীত! এবার আরজি করের নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন এই হেভিওয়েট আইনজীবী

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar Case) চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর চার মাস অতিক্রান্ত। ন্যায়বিচারের দাবিতে এখনও লড়াই করছে তিলোত্তমার পরিবার। এতদিন তাঁদের হয়ে সুপ্রিম কোর্টে লড়ছিলেন দুঁদে আইনজীবী বৃন্দা গ্রোভার (Vrinda Grover)। তবে তাঁর ভূমিকায় নির্যাতিতার পরিবার সন্তুষ্ট ছিল না বলে খবর। সেই কারণে শীর্ষ আদালতে আরজি কর মামলা থেকে বৃন্দাকে সরিয়ে দেওয়া হয়। এবার সামনে এল নির্যাতিতার পরিবারের নতুন আইনজীবীর নাম।

  • সুপ্রিম কোর্টে তিলোত্তমার হয়ে লড়বেন কে (RG Kar Case)?

আরজি কর কাণ্ডে প্রথমে সুপ্রিম কোর্টে তিলোত্তমার হয়ে লড়ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এরপর তাঁকে সরিয়ে বৃন্দা গ্রোভারের হাতে এই মামলা তুলে দেওয়া হয়। এবার বৃন্দাকে সরিয়ে দাপুটে আইনজীবী করুণা নন্দীর (Karuna Nundy) ওপর আস্থা রাখল তিলোত্তমার পরিবার। সুপ্রিম কোর্টে তাঁকেই নির্যাতিতার মা-বাবার হয়ে লড়তে দেখা যাবে।

সুপ্রিম কোর্টের (Supreme Court) পাশাপাশি শিয়ালদহ আদালতেও আর সওয়াল করতে দেখা যাবে না বৃন্দাকে। সেই সঙ্গেই কলকাতা হাইকোর্টেও অন্য আইনজীবীকে লড়তে দেখা যাবে বলে খবর। রিপোর্ট বলছে, নতুন আইনজীবীর টিম বানানো হয়েছে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর! ডাক্তারকে ‘পাগল’ বানিয়ে ছাড়েন সন্দীপ-টালা থানা! ২ বছর আগে যা হয়েছিল…সব ‘ফাঁস’

উল্লেখ্য, শীর্ষ আদালতে আরজি কর মামলায় এতদিন অবধি ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস’দের হয়ে সওয়াল করছিলেন আইনজীবী করুণা নন্দী। এবার তাঁর ওপরই আস্থা রাখল তিলোত্তমার পরিবার।

RG Kar case Karuna Nundy

সম্প্রতি সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, আরজি কর কাণ্ডের তদন্ত সম্বন্ধিত সকল তথ্য নির্যাতিতার পরিবারকে জানাচ্ছে সিবিআই। এদিকে তিলোত্তমার মা- বাবা জানান, তাঁদের কিছু জানানো হচ্ছে না। এমনকি আদালতে জমা দেওয়া স্টেটাস রিপোর্ট সংক্রান্ত কোনও তথ্যও তাঁদের হাতে আসেনি বলে জানানো হয়।

আইনজীবী হিসেবে বৃন্দা গ্রোভার কেন এই বিষয়টি তুলে ধরলেন না? আরজি করের (RG Kar Case) নির্যাতিতার পরিবারের তরফ থেকে এই প্রশ্ন তোলা হয়। এরপরেই জানা যায়, আইনজীবী বদলের বিষয়টি। বৃন্দার পরিবর্তে এবার নির্যাতিতার পরিবারের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করবেন করুণা নন্দী।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর