বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় (RG Kar Case) গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থাকার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ৯০ দিন পরেও সিবিআই চার্জশিট দিতে না পারায় শুক্রবার জামিন পান দু’জনে। এরপরেই মাথাচাড়া দিয়েছে একটি প্রশ্ন। কেন চার্জশিট দিতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?
হতাশা উগড়ে দিলেন আরজি করের (RG Kar Case) নির্যাতিতার মা
চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আরজি করের (RG Kar Hospital) প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সিবিআই সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য প্রমাণ এখনও জোগাড় করে ওঠা হয়নি। সেই কারণে সিসিটিভি ফুটেজের ওপর তারা জোর দিচ্ছিলেন।
কিছুদিন আগেই কেন্দ্রীয় এজেন্সির কৌঁসুলি আদালতে জানান, তাঁদের কাছে একটি ৯০০ ঘণ্টার ফুটেজ রয়েছে। সেটিকে তাঁরা ‘ফ্রেম বাই ফ্রেম’ দেখছে। এর জন্য পর্যাপ্ত সময় দরকার। যেহেতু এই সিসিটিভি ফুটেজ দেখতে অনেকটা সময় যাচ্ছে, সেই কারণে এখনও তাঁরা চার্জশিট দিতে পারছে না বলে জানিয়েছিল সিবিআই (CBI)।
আরও পড়ুনঃ ‘ব্ল্যাক লিস্টেড করা হবে’! রেগে আগুন রাজ চক্রবর্তী! কাকে কড়া হুঁশিয়ারি দিলেন TMC বিধায়ক?
এদিকে গ্রেফতারির ৯০ দিনের মধ্যে সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন দিয়ে দেয় শিয়ালদহ আদালত। এই খবর প্রকাশ্যে আসার পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরজি করের (RG Kar Case) নির্যাতিতার মা বলেন, ‘আমি এই ঘটনায় খুবই হতাশ। আমাদের কাছে বলার মতো কোনও কথা নেই। ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে না পারার জন্য তাঁদের জামিন হয়ে গেল! আর কী বলার আছে!’
এরপরেই তিলোত্তমার মা বলেন, ‘আমি তো আর সিবিআই নই! হলে আমিই কাজটা করে দিতাম’। এদিকে আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডে (RG Kar Case) সন্দীপ-অভিজিৎ জামিন পাওয়ার পর তদন্ত কোন দিকে এগোবে সেটা ভাবাচ্ছে অনেককে। উল্লেখ্য, আজ শিয়ালদহ আদালতে জামিন পেলেও সন্দীপের এখনই জেলমুক্তি হচ্ছে না। আর্থিক দুর্নীতি মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সেই কারণে এখনও তাঁকে জেলেই থাকতে হবে।