‘আমরা বলিনি সঞ্জয় একাই যুক্ত’! আদালতে আজ CBI যা বলল … ঘুরে গেল আরজি কর মামলার মোড়?

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার ফের আরজি কর মামলার (RG Kar Case) সুপ্রিম-শুনানি। শীর্ষ আদালতে ধর্ষণ খুনের এই মামলার শুনানি হওয়ার আগে আজ শিয়ালদহ আদালতে চার্জ গঠন হয়ে গেল। ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণ খুনের ধারায় চার্জ গঠিত হয়েছে বলে খবর। একইসঙ্গে সিবিআই জানিয়েছে, চার্জ গঠন হলেও মামলার তদন্ত এখনও চলছে।

  • আরজি কর কাণ্ডে (RG Kar Case) খতিয়ে দেখা হচ্ছে সন্দীপ-অভিজিতের ভূমিকা

এদিন শিয়ালদহ আদালতে কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী বলেন, আমরা এমন কিছু প্রমাণ পেয়েছি, যা থেকে বোঝা যাচ্ছে ঘটনার পর সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও অভিজিৎ মণ্ডল একে অপরের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কেন এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

আজ আদালতে সিবিআই (CBI) স্পষ্ট জানিয়েছে, আরজি কর মামলার চার্জশিটে সঞ্জয়ের নাম থাকলেও তদন্ত এখনও চলছে। একইসঙ্গে সন্দীপ-অভিজিতের ভূমিকা এবং ষড়যন্ত্র ছিল কিনা সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

আরও পড়ুনঃ সঞ্জয়কে আড়াল করতে চেয়েছিলেন অভিজিৎ? CBI কি মোটিভ পেল? তুমুল শোরগোল

আরজি কর মামলার তদন্ত শেষের পথে কিনা জিজ্ঞেস করায় সিবিআইয়ের আইনজীবী জানান, চার্জশিটে আমরা বলিনি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় (Sanjay Roy) একাই যুক্ত। ওর বায়োলজিক্যাল এভিডেন্স মিলেছে, সেই কারণে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা মেনে ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা করা হয়েছে। ষড়যন্ত্র ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

RG Kar case Sealdah Court may fix the date of framing of charge in doctor rape murder case

এদিকে অভিজিৎ মণ্ডলের আইনজীবী প্রশ্ন করেন, ‘এই ধরণের ঘটনার পর অধ্যক্ষ একজন থানার ওসিকে ফোন করবেন এটাই বাস্তব। তাহলে তিনি কীভাবে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত?’ অন্যদিকে সিবিআই যে এখনই সন্দীপ এবং অভিজিৎকে ধর্ষণ খুনের মামলায় (RG Kar Case) ক্লিনচিট দিতে নারাজ, তা আজ কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে। আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে আর কোন কোন তথ্য উঠে আসে আপাতত সেদিকে নজর সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর