আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় উঠে এল বিশেষ এই ব্যক্তির নাম, সাক্ষী আসতেই চমকে গেল সবাই

Published on:

Published on:

RG Kar Corruption Probe Takes Twist as Sandeep Ghosh Points Finger at Akhtar Ali

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar) হাসপাতালের তিলোত্তমা কাণ্ডের তদন্তের মধ্যেই নতুন মোড় নিল আরজি কর (RG Kar) হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায়। তিলোত্তমা কাণ্ডের তদন্ত ও আরজি করের আর্থিক দুর্নীতিতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকাকে কেন্দ্র করে ছড়িয়েছিল চাঞ্চল্য। এবার এই আর্থিক দুর্নীতি মামলায় আদালতে উঠে এল আর এক প্রাক্তন আধিকারিক আখতার আলির নাম। আলিপুর সিবিআই আদালতে সন্দীপ ঘোষের আইনজীবীর দাবিতে কার্যত ঘুরে গেল দুর্নীতির চিত্র। তাঁর বক্তব্য, আরজি করে (RG Kar) বেআইনি লেনদেন ও অনিয়মের সূত্রপাত হয়েছিল সন্দীপ ঘোষের জমানার আগেই। এতদিন যে আখতার আলি দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন, এবার তাকেই কাঠগড়ায় তুললেন সন্দীপের পক্ষ।

আরজি কর (RG Kar) আর্থিক দুর্নীতি মামলায় নতুন মোড়

আরজি কর (RG Kar) হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় মঙ্গলবার থেকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ পর্ব। আর সেই শুনানিতেই চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। তাঁর কথায়, এই সরকারি হাসপাতালে বেআইনি লেনদেন এবং দুর্নীতির বীজ রোপণ হয়েছিল সন্দীপ ঘোষের সময়ে নয়, তার অনেক আগেই, যখন আখতার আলি ডেপুটি সুপারের পদে ছিলেন।

উল্লেখ্য, তিলোত্তমা প্রসঙ্গে সিবিআই তদন্ত শুরু হওয়ার পরে আরজি কর (RG Kar) হাসপাতালের আর্থিক দুর্নীতির দিকেও নজর দেয় কেন্দ্রীয় এজেন্সি। সেই তদন্তেই এবার পালটা আক্রমণের পথে সন্দীপের পক্ষ। তাঁর আইনজীবী আদালতে দাবি করেন, দুর্নীতির প্রসঙ্গে যিনি এতদিন সন্দীপের বিরুদ্ধে মুখ খুলেছেন, সেই আখতার আলিই নাকি আগের দিনে এসব কাজ শুরু করেছিলেন।

প্রথম দিন আদালতে হাজির ছিলেন স্বাস্থ্য ভবনের এক আধিকারিক, যিনি টালা থানায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন। তাঁকে সন্দীপের আইনজীবী প্রশ্ন করেন যে, আখতার আলির বিরুদ্ধে কি আগে কখনও কোনও বিভাগীয় তদন্ত হয়েছিল? সাক্ষীর উত্তর, তাঁর মনে পড়ে, ভিজিল্যান্স কমিশনের কাছে বিষয়টি গিয়েছিল। এরপর আইনজীবী ফের জানতে চান, আখতার আলির সময়ে আরজি কর (RG Kar) হাসপাতালের হস্টেল ক্যান্টিনে কি ‘আনঅথরাইজড ভেন্ডর’ চালু ছিল? যদিও ওই স্বাস্থ্য আধিকারিক এই প্রশ্নে সাফ বলেন, এই বিষয়ে তিনি কিছু জানেন না।

RG Kar Corruption Probe Takes Twist as Sandeep Ghosh Points Finger at Akhtar Ali

আরও পড়ুনঃ ‘বাংলায় নাম কাটলে দামামা বাজবে’, NRC নিয়ে কেন্দ্র ও কমিশনকে কড়া বার্তা মমতার

আখতার কেন সাক্ষী তালিকায় নেই, প্রশ্ন আদালতে

শুধু তাই নয়, আরজি কর (RG Kar) আর্থিক দুর্নীতি মামলার শুনানির আগেই সঞ্জয় দাশগুপ্ত প্রশ্ন তুলেছিলেন, যাঁর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক অভিযোগ রয়েছে, সেই আখতার আলিকে সিবিআই কেন সাক্ষীদের তালিকায় রাখেনি? তাঁর যুক্তি, তদন্তে নিরপেক্ষতা বজায় রাখতে হলে, যাঁরা আগেই যুক্ত ছিলেন বা যাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, তাঁদের প্রত্যেককেই সাক্ষ্য দিতে ডাকা উচিত।