মেয়ের জন্য বিচার চাইতে গিয়ে জুটল মার! ‘অঝোরে জল গড়াচ্ছে চোখ দিয়ে’, কেমন আছেন অভয়ার মা? জানালেন শুভেন্দু

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান (Nabanna Abhiyan) হয় শনিবার। আরজিকরে ধর্ষিত এবং খুন হওয়া ‘অভয়া’র বাবা মা এদিন অভিযানে অংশ নেন। মেয়ের জন্য বিচারের দাবিতে রাজপথে নামেন দুজনেই। জোটে পুলিশের মারও। অভিযোগ, লাঠিচার্জে কপাল ফুলে যায় অভয়ার মায়ের, ভেঙে যায় হাতের শাঁখা। নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) মাঝে আচমকা তিনি অসুস্থ হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কেমন আছেন এখন তিনি? জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নবান্ন অভিযানে (Nabanna Abhiyan) গিয়ে অসুস্থ অভয়ার মা

নবান্ন অভিযানে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভয়ার মা। তারপরেই তাঁকে ভর্তি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছিলেন তিনি। তিলোত্তমার মা জানান, কয়েকজন পুরুষ পুলিশ, কয়েকজন মহিলা পুলিশ এসে তাঁকে মেরেছে। তাঁর পিঠে লেগেছে, হাতের শাঁখা ভেঙে গিয়েছে।

RG kar doctor mother injured in nabanna abhiyan

পুলিশের বিরুদ্ধে অভিযোগ: তিনি আরও অভিযোগ করেন, ‘আমাকে ফেলে দেওয়া হয়েছিল। ধরে তুলেছে। ওর বাবাকেও মেরেছে’। এরপরেই তিনি বলেন, কোনও পুলিশ আধিকারিক তাঁদের সঙ্গে কোনও কথা বলেননি। তিলোত্তমার মা (Nabanna Abhiyan) এও বলেন, যতক্ষণ না পুলিশ ব্যারিকেড সরাবে, তাঁকে কেন মারা হয়েছে তার জবাব দেবে ততক্ষণ তিনি সেখান থেকে নড়বেন না। যদিও এরপরেই অসুস্থ হয়ে পহেন তিলোত্তমার মা।

আরও পড়ুন : পুজোয় ঘুরতে যাবেন? টিকিটে বাম্পার ছাড় দিচ্ছে রেল! কতদিন চলবে অফার?

কেমন আছেন তিনি: শ্বাসকষ্ট, বমি বমি ভাব হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জুনিয়র ডাক্তারদের একাংশ তাঁকে দেখতেও গিয়েছিও। পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারীও।দেখে এসে তিনি জানান, আহত হয়েছেন অভয়ার মা। অবস্থা সিরিয়াস, MRI হয়েছে। সিটি স্ক্যান করাতে হবে।

আরও পড়ুন : এবার পুজোয় আর পাতে উঠবে না ডিমভরা ইলিশ! ভরা শ্রাবণে রূপোলি শষ্য নিয়ে এল বড় আপডেট

বিরোধী দলনেতা আরও বলেন, মায়ের হাতের শাঁখা পলা ভেঙে গিয়েছে। তিলোত্তমার বাবা সঙ্গেই রয়েছেন। মায়ের জ্ঞান রয়েছে বলেই জানান শুভেন্দু। তবে তাঁর চোখ দিয়ে অঝোরে জল পড়ে যাচ্ছে। মেয়ের জন্য বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য সেটা হতে পারে বলে মন্তব্য করেন শুভেন্দু। প্রসঙ্গত, এদিন তিলোত্তমার মা লাঠিচার্জের অভিযোগ আনলেও পুলিশ দাবি করেছে, এমন কিছু ঘটেইনি।