ফের শিরোনামে আরজি কর, তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Published on:

Published on:

RG Kar Doctor’s Unnatural Death Sparks Shock and Mystery Across Bengal

বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে আরজি কর হাসপাতাল (RG Kar)। সম্প্রতি এই হাসপাতালের এক চিকিৎসক সাগ্নিক মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, রবিবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। রাত ১২টা ৩৭ মিনিট নাগাদ বারাসতের একটি কি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে স্তব্ধ চিকিৎসক মহল। ময়নাতদন্তের রিপোর্ট এখনও না এলেও প্রাথমিকভাবে অনুমান, ওষুধের অধিক মাত্রা গ্রহণের কারণেই মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের।

কীভাবে ঘটল ঘটনা?

বসিরহাটের বড় কালিবাড়ি পাড়ার শিশিরকুঞ্জ আবাসনের বাসিন্দা সাগ্নিক মুখোপাধ্যায় রবিবার রাত পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ঐন্দ্রিলা রায়। তিনি নিজেও একজন চিকিৎসক, কর্মরত বসিরহাট জেলা হাসপাতালে। মৃত চিকিৎসকের স্ত্রী জানান, “রাত ১০টার পর খাওয়া-দাওয়া সেরেছিলেন সাগ্নিক। রাত ১২টার দিকে হঠাৎ বুকে অস্বস্তি অনুভব করেন। আমাকেই বলেন হাসপাতালে নিয়ে যেতে।” এরপরেই তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

মানসিক চাপ না বিষক্রিয়া?

ঐন্দ্রিলার দাবি, আরজি কর হাসপাতালে (RG Kar) কাজের প্রবল চাপেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সাগ্নিক। প্রতিদিন ১৪-১৫ ঘণ্টা কাজের ক্লান্তি তাঁর উপর প্রভাব ফেলেছিল বলে জানান তিনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাগ্নিক একসঙ্গে একাধিক ওষুধ সেবন করেছিলেন। হাসপাতাল সূত্রে খবর, হার্ট রেট কমানোর জন্য তিনি কয়েকটি বিশেষ ওষুধ খেতেন। প্রাথমিক অনুমান, ওষুধের অধিক মাত্রা শরীরে বিষক্রিয়া সৃষ্টি করেছিল। তবে পুলিশ এখনও আত্মহত্যার দিকটি নিশ্চিত করেনি।

পরিবারের দাবি অন্য

মৃত চিকিৎসকের পরিবার বলছে, “সাগ্নিক এমন কিছু করতে পারে, এটা আমাদের বিশ্বাস হয় না। ওর জীবনে কোনও সমস্যা ছিল না।” বাবা শ্যামল কুমার আচার্য জানান, “ছেলে আর বউমা একসঙ্গেই থাকত। পারিবারিক কোনও অশান্তি ছিল না। হাসপাতালে কিছু চাপ থাকতে পারে, কিন্তু সেটা আত্মঘাতী হওয়ার মতো নয়।” পরিবারের পক্ষ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

RG Kar Doctor’s Unnatural Death Sparks Shock and Mystery Across Bengal

আরও পড়ুনঃ SIR ঘোষণার আগেই প্রশাসনিক ভূমিকম্প! একসঙ্গে ১৭ আইএএস আধিকারিক সহ ৬৪ আধিকারিককে বদলি করল নবান্ন

উল্লেখ্য, গত বছর আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজেই কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশ। সেই ঘটনার রেশ এখনও কাটেনি, এর মধ্যেই ফের আরজি করের এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু প্রশ্ন তুলেছে চিকিৎসক সমাজে। সেই সময় হাসপাতালের তৎকালীন প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষকেও দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। আবার নতুন এই মৃত্যুর ঘটনায় ফের অস্বস্তিতে রাজ্যের অন্যতম প্রাচীন মেডিক্যাল প্রতিষ্ঠানটি।