বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজে আবার অস্বস্তির পরিবেশ। প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেলে হেনস্থা ও হুমকির অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের নাম। গোটা বিষয়টি নিয়ে এখন নজরদারি শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ।
আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজের মানিকতলার হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের হেনস্থার অভিযোগ
আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজের মানিকতলার হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের হেনস্থার অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ওই হস্টেলটি নিয়ম অনুযায়ী শুধুমাত্র প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য বরাদ্দ। অভিযোগ উঠেছে, নিয়ম ভেঙে সেখানে দ্বিতীয় বর্ষের কয়েক জন পড়ুয়াও থাকছিলেন। তাঁদের বিরুদ্ধেই প্রথম বর্ষের পড়ুয়াদের ‘ইন্ট্রো’র নামে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ।
কীভাবে হয় ঘটনার সূত্রপাত?
এই ঘটনার সূত্রপাত হয় যখন প্রথম বর্ষের কয়েক জন পড়ুয়া দ্বিতীয় বর্ষের কিছু পড়ুয়ার কাছে গিয়ে নিজেদের হেনস্থার অভিজ্ঞতার কথা জানান। অভিযোগকারী দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের দাবি, প্রথম বর্ষের পড়ুয়ারা জানান, হস্টেলে তাঁদের কটূক্তি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এমনকি মারধরের চেষ্টাও হয়েছে।
এই বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানানো হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ, কর্তৃপক্ষ অভিযুক্ত দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের ডেকে সতর্ক করার পরেই পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগকারী দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের উপরই চড়াও হন তাঁদেরই কিছু সহপাঠী।
অভিযোগকারীদের মধ্যে অন্যতম সাগ্নিক পাল, যিনি নিজেও দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তাঁর বক্তব্য, প্রথম বর্ষের পড়ুয়ারা তাঁদের কাছে হস্টেলে হেনস্থার কথা জানিয়েছিল। সেই অনুযায়ী তাঁরা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কর্তৃপক্ষ অভিযুক্ত পড়ুয়াদের সতর্ক করার পর, তাঁদের অনুসরণ করা হয় এবং রাস্তায় দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। সেই সময় হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পরে গোটা ঘটনা লিখিতভাবে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়।
উল্লেখ্য, আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই ক্যাম্পাসে ‘থ্রেট কালচার’ নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল। সেই সময় রাজ্যজুড়ে প্রতিবাদ আন্দোলন হয়, ধর্মতলায় দীর্ঘদিন অনশনও চলে। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল, মেডিক্যাল কলেজগুলি থেকে হুমকি ও র্যাগিংয়ের সংস্কৃতি পুরোপুরি বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেই অনশন ওঠে এবং সরকারও কিছু পদক্ষেপের কথা ঘোষণা করে।

আরও পড়ুনঃ ‘ক্লাস ফোরের বিদ্যাও নেই’, ব্রিগেডে চিকেন প্যাটিস কাণ্ডে কাদের নিশানা করলেন অভিজিৎ?
এই পরিস্থিতিতে আবার আরজি কর (RG Kar) মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’-এর অভিযোগ ওঠায় নতুন করে প্রশ্ন উঠছে। সাগ্নিক পালের কথায়, “র্যাগিংয়ের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা নিয়ম মেনেই কর্তৃপক্ষকে জানিয়েছি।” এই প্রসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায় জানান, কলেজ কর্তৃপক্ষ অভিযোগ পেয়েছেন এবং পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে।












