আরজি কর সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন হাই কোর্টের বিচারপতি, বললেন…

Published on:

Published on:

rg kar(2)

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar) ধর্ষণ-খুনের ঘটনার প্রায় ১ বছর পর আরজি করের ঘটনাস্থল খতিয়ে দেখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। জানালেন কারণও।

আরজি কর মামলা এবার জাস্টিস ঘোষের এজলাসে | RG Kar

জাস্টিস সেনগুপ্ত জানান, ওই ঘটনায় পুনরায় তদন্ত চেয়ে মামলা করেছে নির্যাতিতার পরিবার। সেই মামলা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিচারাধীন। সেই বেঞ্চেই এই আবেদনের শুনানি করা যেতে পারে। সেই কারণে তিনি মামলাটি থেকে অব্যাহতি নেন।

উল্লেখ্য, এর আগে ‘প্লেস অফ অকারেন্স’ পরিদর্শনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। সেই সময় হাই কোর্ট নিম্ন আদালতে যাওয়ার পরামর্শ দেয়। পরে শিয়ালদহ আদালতের দ্বারস্থ দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতার পরিবার। ‘প্লেস অফ অকারেন্স’ পরিদর্শন করতে দেওয়ার আবেদন জানানো হলেও শিয়ালদহ আদালত সেই দাবি খারিজ করে দেয়। সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার।

হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয় নির্যাতিতার পরিবারের তরফে। জানা গিয়েছিল ১৮ অগাস্ট দুপুর ১২:৩০টায় আবেদনের শুনানি সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সেনগুপ্ত।

উল্লেখ্য, এর আগে নির্যাতিতার পরিবারের আবেদনে সিবিআই তরফে অনুমতি মিললেও শিয়ালদহ আদালত সেই দাবি খারিজ করে দিয়েছিল। শিয়ালদহ আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল তিলোত্তমার পরিবারের আবেদন খারিজ করে কার্যত বিস্মিয় প্রকাশ করেছিলেন সিবিআই-এর ‘নো অবজেকশন’ নিয়ে।

One Year After RG Kar Protest Incident Abhaya’s Parents Allege Social Boycott

সেই সময় বিচারপতি মন্তব্য করেন, ‘পরিবারের আবেদনপত্র দেখে মনে হয়েছে তাদের আইনজীবীরা সমান্তরাল তদন্ত করতে চান। তাহলে এক্ষেত্রে সিবিআই কেন নো অবজেকশন দিল না? সিবিআইয়ের অবস্থা শোচনীয়।’ আদালত প্রশ্ন তুলেছিল, কেন সিবিআই নো অবজেকশন দিল না? তাহলে কী তারা মনে করছে তাদের তদন্তই ঠিক হয়নি? তাদের ফরেন্সিক বিশেষজ্ঞরাই ঠিক কাজ করেনি? তাই যদি হয় তাহলে এতদিন বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত কীভাবে হল?

আরও পড়ুন: ভয়ঙ্কর রূপ নিচ্ছে নিম্নচাপ! কিছুক্ষণেই ঝড়-বৃষ্টির তোলপাড় শুরু দক্ষিণবঙ্গে, চলবে টানা ৬ দিন

তবে নিম্ন আদালতের বিচারপতি সিবিআই-এর ভূমিকায় একাধিক প্রশ্ন তুললেও নির্যাতিতার পরিবারের আর্জি খারিজ করে বলেছিলেন, আইনে কোথাও এরকম অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য, আর জি কর ঘটনায় প্রথম থেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে এসেছেন নির্যাতিতার বাবা-মা।