বাংলা হান্ট ডেস্কঃ এই শহরের বুকেই গড়তে চেয়েছিলেন নিজেদের ছোট্ট সংসার। লাল-নীল স্বপ্নে রঙিন ছিল দু’জন তরুণ চিকিৎসকের মন। কিন্তু ২০২৪ সালের ৮ আগস্ট রাতে, আরজি কর হাসপাতালের (RG Kar Protest) ভেতর ঘটে যাওয়া এক নারকীয় ঘটনা মুহূর্তে শেষ করে দিল সেই গল্প। ধর্ষণ ও খুনের শিকার হলেন তরুণী চিকিৎসক। তাঁর অকাল মৃত্যুর সঙ্গে সঙ্গেই থেমে গেল ‘বিশেষ বন্ধু’-র জীবনও। এক বছর পেরিয়ে গেছে, কিন্তু দুঃস্বপ্নের সেই রাত যেন আজও শেষ হয়নি তাঁর কাছে।
স্বপ্ন ভাঙ্গার এক বছর
সেই রাতের পর থেকে জীবনের ছন্দ যেন চিরদিনের জন্য থেমে গেছে। গত বছরের ৯ আগস্ট ভোরে একটি ফোনকলেই ভেঙে গিয়েছিল সবকিছু। যে মানুষটির সঙ্গে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল, তাঁর মৃত্যু খবর হয়ে পৌঁছেছিল সেই কানে।
পেশায় তিনিও ডাক্তার। রোগীদের চিকিৎসা করা এখন তাঁর একমাত্র অবলম্বন। কিন্তু জীবনের আনন্দ, স্বাভাবিকতা, সব যেন হারিয়ে গেছে সেই রাতের পর। নির্যাতিতার মা শ্যামবাজারের ‘রাত দখল’ মঞ্চে বললেন, “ওঁর জীবনটাও আমাদের মতো হয়ে গেছে। কী দোষ ছিল ওর?”
সম্প্রতি সাইকিয়াট্রিতে গোল্ড মেডেল পেয়েছেন এই তরুণ চিকিৎসক। কিন্তু সেই সাফল্যের আনন্দ কারও সঙ্গে ভাগ করে নিতে পারেননি। এমনকি তিন দিন ধরে বাড়ির বাইরে ছিলেন, খবরও দেননি পরিচিত কাউকে। নীরবতায় গুটিয়ে থাকা এখন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। জানা গেছে, কয়েক মাস ধরে অবসাদে ভুগছেন তিনি। দিনের পর দিন রোগীদের চিকিৎসার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখেন, যাতে কিছুটা ভুলে থাকা যায়। কিন্তু মন কোথাও স্থির হয় না।
তরুণীর বাবা-মা এখনও রাস্তায় নেমে ন্যায়বিচারের দাবি জানাচ্ছেন। তাঁদের বিশ্বাস দোষীরা শাস্তি পেলে অন্তত মানসিক ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে। কিন্তু এক বছর কেটে গেলেও বিচার এখনও অধরা (RG Kar Protest)।
আরও পড়ুনঃ মাফিয়া রাজ! অবাধে চলছে বালি পাচার, কাঁকসায় বালি ডাম্পারের ধাক্কায় মৃত যুবক, রণক্ষেত্র দুর্গাপুর
শহরের আলো, মানুষের কোলাহল, সব কিছুর মাঝেও এই তরুণ চিকিৎসকের জীবন যেন নিঃসঙ্গতার অন্ধকারে ঢেকে গেছে। জানা গিয়েছে, সেই তরুণ চিকিৎসকের জীবন এখন ভারাক্রান্ত। এক বছর আগে যেই রাত তাঁকে এক মুহূর্তে ভেঙে দিয়েছিল। নির্যাতিতার মায়ের মতে, ‘দোষীদের শাস্তি হলে হয়তো তার মানসিক ক্ষততে কিছুটা হলেও প্রলেপ পড়তো’ (RG Kar Protest)।