Ekchokho.com 🇮🇳

RG Kar মামলার ১ বছর পর সন্দীপ ঘোষকে নিয়ে বড় নির্দেশ আদালতের, তিলোত্তমা খুনের তদন্তে নতুন গতি?

Published on:

Published on:

RG Kar rape case back in court spotlight

বাংলা হান্ট ডেস্কঃ তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় ফের উত্তাল রাজ্য। সরকারি হাসপাতাল আরজি কর-এর (RG Kar) এক পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের একবার শিরোনামে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh) ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল (Avijit Mondal)। বিচারক অরিজিৎ মণ্ডল মঙ্গলবার এই দু’জনকেই সশরীরে আদালতে (Calcutta High Court) হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এক বছরের মাথায় এই মামলায় (RG kar  Case) ফের গতি আসায় আশার আলো দেখছে নির্যাতিতার পরিবার।

জামিনের পরেও এড়িয়ে যাচ্ছিলেন হাজিরা

(Abhijit Mondal) কে সিবিআই গ্রেফতার করলেও পরে তিনি জামিন পান। কিন্তু পরিবার অভিযোগ জানিয়েছে, জামিনের পর একবারও আদালতে হাজিরা দেননি তিনি। কোর্টের (Calcutta High Court) তৎপরতায় পরে তাঁকে হাজিরা দিতে বাধ্য করা হয়। অন্যদিকে (Sandip Ghosh) যদিও এই মামলায় জামিনে মুক্ত, তবু আরজি করের (RG Kar) আর্থিক দুর্নীতির আরেক মামলায় বর্তমানে জেলে।

ঘটনাস্থল (RG Kar) পরিদর্শনের আবেদন

মৃতার পরিবার জানিয়েছে, ঘটনাস্থল—আরজি কর হাসপাতালের (RG Kar) নির্দিষ্ট একটি ছাত্রাবাস কক্ষ—ঘুরে দেখার আবেদন জানানো হয়েছে আদালতে। তাঁদের দাবি, সেই জায়গায় এখনও গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে। আদালতের তরফ থেকেও সরকারি আইনজীবীকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সিবিআই তদন্ত ও রাজনৈতিক চাপ

সিবিআই তদন্ত (CBI Investigation) শুরু থেকেই এই মামলায় গুরুত্ব দিয়ে কাজ করছিল। কিন্তু পরিবার ও সমাজের একাংশের অভিযোগ ছিল, উচ্চপদস্থ অভিযুক্তদের রক্ষা করতে প্রভাব খাটানো হচ্ছে। সেখানেই বিচারক অরিজিৎ মণ্ডলের এই নির্দেশ নতুন মোড় আনতে পারে।

RG Kar rape case back in court spotlight

আরও পড়ুনঃ রাত হলেই কলেজে বসত রঙিন আসর! কসবা কান্ডের পর এবার কাঠগড়ায় রাজাবাজার সাইন্স কলেজ

একাধিক সিসিটিভি (video evidence) ফুটেজ ও ফরেন্সিক প্রমাণের ভিত্তিতে মামলার রূপরেখা তৈরি হচ্ছে। পরিবার ও আইনজীবীদের আশা, আদালতের এই নয়া তৎপরতায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।