RG Kar মামলা নিয়ে বিরাট সিদ্ধান্ত! সুপ্রিম কোর্টে আবেদন নির্যাতিতার পরিবারের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর (RG Kar) কাণ্ডের তদন্ত মামলা নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল তিলোত্তমার বাবা-মা। সোমবার সুপ্রিম কোর্টের কাছে এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছেন তাঁরা। জানা যাচ্ছে এবার আরজি কর কাণ্ডের তদন্ত কলকাতা হাইকোর্টে ফেরত চাইছেন তাঁরা। সোমবার এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন বাবা-মা। নির্যাতিতা চিকিৎসকের বাবা জানিয়েছেন এই মামলা তাঁরা হাইকোর্টে ফেরানোর আবেদন জানিয়েছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে।

আরজি কর (RG Kar) কাণ্ডের তদন্ত মামলা নিয়ে বড় সিদ্ধান্ত

তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডে দোষী, সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে কলকাতার শিয়ালদহ আদালত। কিন্তু আদালতের ওই রায়ে সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার। এমনকি তাঁদের প্রশ্ন রয়েছে আরজি কর (RG Kar) কাণ্ডে সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়েও। ওই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আগেই কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার পরিবার। তারপর আবার ওই একই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন তাঁরা।

গত শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন হাইকোর্টে মামলা করার পর কেন ওই একই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের আবেদন করা হলো? জাস্টিস খান্না জানিয়ে দিয়েছিলেন একই আবেদনের প্রেক্ষিতে করা মামলার (RG Kar) শুনানি দুটি আদালতে চলতে পারে না। হয় এই মামলার শুনানি হবে হাইকোর্টে, নয়তো সুপ্রিম কোর্টে। এ বিষয়ে নির্যাতিতার বাবা-মাকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তাই তিলোত্তমার বাবা মা কি চান? তা জানতে চেয়েছিলেন বিচারপতি সঞ্জীব খান্না।

নির্যাতিতার পরিবারের সেই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছিল। একইসাথে প্রধান বিচারপতি জানিয়েছিলেন তাঁদের বক্তব্যের পরেই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশের পর সোমবার নিজেদের বক্তব্য জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন নির্যাতিতার পরিবার। তাঁরা জানিয়েছেন তাঁরা চান এই তদন্ত মামলার শুনানি হাইকোর্টেই হোক।

আরও পড়ুন: ১.৯৮ কোটি রেশন কার্ড নিষ্ক্রিয় করেই সাশ্রয়! বিরাট লক্ষ্মীলাভ রাজ্যের

গত মাসে শিয়ালদহ আদালতে আরজি করের ধর্ষণ-খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছে কলকাতার শিয়ালদা আদালত। এই রায় ঘোষণা হওয়ার আগেই সিবিআই-এর তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার বাবা মা। ওই মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ-এর বেঞ্চ জানিয়েছিল হাইকোর্টে এই আবেদনের শুনানি হবে না। কারণ তখন সুপ্রিম কোর্টেও আরজি কর মামলা চলছিল।

rg kar

পরে শীর্ষ আদালতে ওই একই আবেদন করেন নির্যাতিতার বাবা মা। সেই শুনানিতে প্রধান বিচারপ্রতি তাঁদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছিলেন।  আগামী বুধবার হাইকোর্টে জাস্টিস ঘোষের এজলাসে তিলোত্তমার বাবা-মায়ের আবেদনের শুনানি রয়েছে। এবার তার আগে সুপ্রিম কোর্টে মামলার শুনানি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন নির্যাতিতার পরিবার।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর