৮ জুন সুশান্তের ফ্ল‍্যাট ছাড়ার পর ছ’দিন যোগাযোগ করেননি রিয়া, প্রকাশ‍্যে অভিনেতার ফোন কল ডিটেলস

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মৃত‍্যু মামলায় বড়সড় তথ‍্য ফাঁস। প্রকাশ‍্যে এল অভিনেতার ফোন কল ডিটেলস (phone call details)। সেখানে দেখা গিয়েছে ৮ জুন থেকে ১৪ জুন, টানা ৬ দিন সুশান্ত ও রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) মধ‍্যে ফোনে কোনও যোগাযোগ হয়নি।
এক সংবাদ মাধ‍্যমের তরফে প্রকাশ‍্যে আনা হয়েছে সুশান্তের কল ডিটেলস। তথ‍্য থেকে জানা গিয়েছে, ৮ জুন থেকে ১৪ জুনের মধ‍্যে সুশান্ত বা রিয়া কেউই একে অপরকে ফোন করেননি। এমনকি এসএমএসের মাধ‍্যমেও যোগাযোগ হয়নি দুজনের। তার আগে ২০-২৫ জানুয়ারির মধ‍্যে ১৯ বার ফোনে একে অপরের সঙ্গে যোগাযোগ করেছেন সুশান্ত ও রিয়া। অভিনেতার মৃত‍্যুর আগের দিন অর্থাৎ ১৩ জুন রাত ২:২২ মিনিটে একটি ফোন আসে তাঁর কাছে। প্রায় ৬ মিনিট কিছু সেকেন্ড কথা হয় তাঁদের। কিন্তু এই নম্বরের অধিকারীর পরিচয় প্রকাশ‍্যে আনা হয়নি।

Sushant Singh Rajput biopic in the works 1200x675 1
উল্লেখ‍্য, ৮ জুন মৃত‍্যু হয় সুশান্তের প্রাক্তন ম‍্যানেজার দিশা সালিয়ানের। ওই একই দিনে অভিনেতার ফ্ল‍্যাট ছেড়েও বেরিয়ে যান রিয়া। এর কারন হিসাবে আগে দুজনের মধ‍্যে মনোমালিন‍্যের কথা বললেও পরে রিয়া জানান সুশান্তকে একা রেখে চলে যান কারন তিনিও অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন‍। তারপর অভিনেতার দিদি আসেন তাঁর সঙ্গে থাকতে। তিনিও ১৩ জুন চলে যান মেয়ের পরীক্ষার জন‍্য।

rhea
অপরদিকে, মুম্বই পুলিসের বিরুদ্ধে চাঞ্চল‍্যকর অভিযোগ করেছে বিহার পুলিস। মুম্বই পুলিসই রিয়া চক্রবর্তীকে সুরক্ষা দিচ্ছে, এমনটাই অভিযোগ করেন বিহার পুলিসের তদন্তকারী অফিসার কায়সার আলম। রিয়াকে লুকিয়ে থাকতে সাহায‍্য করছে মুম্বই পুলিস, তারাই তাঁকে যাবতীয় সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেন বিহার পুলিসের তদন্তকারী অফিসার। রিয়াকে শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদের জন‍্য ডেকে পাঠিয়েছে ইডি।

Niranjana Nag

সম্পর্কিত খবর