বাংলাহান্ট ডেস্ক: ‘বিষ’ বছরের ভয়াবহতা দূরে সরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু মামলার মূল অভিযুক্ত হিসাবে গত বছর সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রিয়া। মাদক যোগে প্রায় এক মাস জেলের পেছনেও কাটাতে হয়েছিল তাঁকে।
তবে সময়ের নিয়মে ধীরে ধীরে ফিকে হয়েছে সুশান্ত মামলার স্মৃতি। গত বছরের শেষের দিকেই উত্তেজনা অনেকটাই স্তিমিত হয়ে এসেছিল, যদিও বছর ঘুরে গেলেও এখনো কোনো কিনারাই হয়নি সুশান্ত মৃত্যু মামলার। তবে এসবের মাঝে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন রিয়া। ইন্ডাস্ট্রির অভ্যন্তরের অনুষ্ঠান, পার্টিতেও চোখে পড়ছে তাঁর উপস্থিতি।
এবার পরিচালক রুমি জাফরির মেয়ের মেহেন্দি অনুষ্ঠানে ভাইরাল হল রিয়ার ছবি। রিয়া চক্রবর্তী অভিনীত ‘চেহরে’ ছবির পরিচালক রুমি। তাঁর মেয়ে আলফিয়া জাফরি বসছেন বিয়ের পিঁড়িতে। গত রবিবার ছিল আলফিয়ার মেহেন্দি অনুষ্ঠান। শুধুমাত্র ঘনিষ্ঠ জনেদের নিয়েই হয়েছে সেরেমনি। আমন্ত্রিত ছিলেন রিয়া এবং ছবিতে তাঁর সহ অভিনেত্রী ক্রিস্টাল ডিসুজা।
https://www.instagram.com/p/CSCMS3oDJ34/?utm_medium=copy_link
মেহেন্দি সেরেমনির থিম মেনে দুজনেই পরেছিলেন ট্র্যাডিশনাল হলুদ পোশাক। হলুদ চিকনকারি কুর্তি ও পালাজো প্যান্ট পরেছিলেন রিয়া। সকলের মুখেই ছিল মাস্ক। পাপারাৎজির অনুরোধে আলফিয়াকে মাঝে নিয়ে ক্যামেরার জন্য পোজ দেন রিয়া ও ক্রিস্টাল। ছবিগুলি ভাইরাল হতেই ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। একজন রিয়াকে ‘খুনি’র তকমা দিয়ে লিখেছেন, ‘এই খুনিকে কেন ডেকেছেন বিয়েতে? এ আবার কাউকে টার্গেট করে তাকে মারবে আর সব টাকা লুটে নেবে। একে মহেশ ভাটের কাছে পাঠিয়ে দেওয়া হোক।’ আবার আরেক জনের বক্তব্য, একজনকে মেরে তার টাকা লুটে নিয়ে নির্দোষ সেজে ঘুরে বেড়াচ্ছেন রিয়া।
প্রসঙ্গত, আপাতত নিজের শেষ অভিনীত ছবি ‘চেহরে’র মুক্তির জন্য অপেক্ষা করছেন রিয়া। ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, ধৃতিমান চ্যাটার্জি, অনু কাপুর, ক্রিস্টাল ডিসুজা। ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ্যে এলেও করোনা আবহে এখনো মুক্তির আলো দেখেনি ছবিটি। নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন প্রেক্ষাগৃহেই দেখানো হবে চেহরে।