বাংলা হান্ট ডেস্কঃ বলিউড (Bollywood) অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) ভাই শৌভিক চক্রবর্তী বুধবার মুম্বাইয়ের এক বিশেষ আদালত থেকে জামিন পান। সৌভিক সুশান্ত সিং রাজপুত মামলায় ড্রাগস সম্বন্ধিত অভিযোগে তিন মাস আগে গ্রেফতার হয়েছিলেন।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো দ্বারা গ্রেফতারীর প্রায় একমাস পর রিয়া চক্রবর্তী জামিন পেয়েছিলেন আর অক্টোবর মাসে তিনি জেল থেকে মুক্তি পান। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় সম্বন্ধিত ড্রাগস তদন্তে রিয়া আর শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেছিল NCB। শৌভিক ৪ সেপ্টেম্বর থেকে জেলে ছিলেন আর রিয়া চক্রবর্তী ৭ অক্টোবর মুম্বাই হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।
প্রাপ্ত খবর অনুযায়ী, শৌভিক চক্রবর্তী বিশেষ আদালত আর মুম্বাই হাইকোর্টে অনেকবার জামিনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বারবার সেই আবেদন খারিজ হয়ে যায়। শৌভিক নভেম্বরের প্রথম সপ্তাহে জামিনের জন্য আদালতের দরজায় কড়া নেড়েছিল।
অ্যান্টি ড্রাগস ব্যুরো দ্বারা জিজ্ঞাসাবাদের পর ৪ সেপ্টেম্বর শৌভিক আর সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করা হয়েছিল। এই দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য বিরোধী আইনের অনেক ধারায় অভিযোগ করা হয়েছিল।