গরীবদের অবধি পৌঁছাচ্ছে না চাল,ডাল: রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্কঃ এবার রেশনের চাল বিক্রির অভিযোগ উঠল তৃণমূল (TMC) কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (West Burdwan) জামুড়িয়ার শ্রীপুর (Jamipuria Sripur)  এলাকায়। গরীবদের অবধি পৌঁছাচ্ছে না চাল,ডাল: রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।

773915 rationshop

অভিযোগ, রেশন না পাওয়ায় স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরের বাড়ি ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান। রেশনের চাল বিক্রি করে দিচ্ছেন আসানসোল পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বেবি খাতুন (Baby Khatun)। গতকাল কাউন্সিলরের বাড়ি ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

raton

অভিযোগ অস্বীকার করে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) দাবি, ৫০ জনের খাদ্য সামগ্রী পাঠানো হয়েছিল, তা নিয়ম মেনেই বণ্টন করা হয়েছে। রেশনে চাল কম দেওয়ার অভিযোগ বীরভূমের পাইকর থানার মিত্রপুর গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, বরাদ্দের চেয়ে চাল কম দিচ্ছেন রেশন ডিলার রঘুনাথ হাজরা। এর প্রতিবাদে এদিন সকালে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভের মুখে পড়ে চাল কম দেওয়ার কথা স্বীকার করে নেন রেশন ডিলার।


সম্পর্কিত খবর