পিছিয়ে আদানি, শীর্ষে এবার আম্বানি! কলকাতায় কোটিপতিদের সংখ্যা দেখলে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : কোভিড পরবর্তী পরিস্থিতিতে গোটা বিশ্বে যখন মন্দার অন্ধকার নেমে এসেছে, তখনও অর্থনৈতিক দিক থেকে সবল বিশ্বের দেশগুলোর তালিকায় উঠে এসেছে ভারতের নাম। যদিও গত এক বছরে সামান্য হলেও ধস নেমেছে শেয়ার মার্কেটে, তলানিতে ঠেকেছে টাকার দাম তবে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ভারতের ধনী ব্যক্তিদের নাম।

360 One Wealth Harun India Rich List 2023-তে প্রকাশিত এই তালিকায় মূলত জায়গা দেওয়া হয়েছে দেশের সেরা ধনী ব্যক্তিদের। এই তালিকায় এ বছর নতুন করে ২৭৮ জনের নাম যুক্ত হয়েছে। সবমিলিয়ে ৭,২৮,২০০ কোটি টাকার সম্পদ রয়েছে এই ধনী ব্যক্তিদের। এই তালিকায় দেখা যাচ্ছে ২১৯ জন ধন কুবেরের রয়েছে হাজার কোটি টাকার বেশি সম্পত্তি।

আরোও পড়ুন : শিয়ালদহ লাইনে AC লোকাল নিয়ে এবার বড়সড় আপডেট! রেলের পক্ষ থেকে যা বলা হল…

এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭৬ শতাংশ। ১৩১৯ জন ধনকুবেরের হাজার কোটির বেশি সম্পত্তি রয়েছে। রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান ও এমডি মুকেশ আম্বানি রয়েছেন এই তালিকার শীর্ষে। ৮,০৮,৭০০ কোটি সম্পদের মালিক মুকেশ আম্বানি। বিনোদ আদানি ও উদয় কোটাক এর আগে এই তালিকার প্রথম ১০ জনের মধ্যে ছিলেন। 

আরোও পড়ুন : বিশ্বের দরবারে বাংলার জয়জয়কার! খড়গপুর IIT’র প্রাক্তনী চিন্ময় পেলেন বিশ্বসেরা বিজ্ঞানীর তকমা

কুমার মঙ্গলম বিড়লা ও নীরজ বাজাজ পরিবার এবার চলে এসেছেন সেই জায়গায়। নিজেদের চেষ্টায় এগিয়ে যাওয়া বেশ কিছু ধনকুবের এই তালিকায় জায়গা পেয়েছেন। রাধা ভেম্বু নামে মহিলা উদ্যোগপতি এই তালিকায় বেশ ভালো স্থানে রয়েছেন। মুদিখানার জিনিসপত্রে সরবরাহকারী সংস্থার অ্যাপ Zepto-র মালিক কাইবাল্য বোহরা যার বয়স ২০ বছর তিনিও রয়েছেন এই তালিকায়।

image credit google wikimedia commons mukesh amba 1695653936523 1697039613131

কেমিক্যাল ও পেট্রো কেমিক্যাল ক্ষেত্রে ২৩জন, অটোমোবাইল ক্ষেত্রে ২২জন শিল্পপতি এই তালিকায় স্থান পেয়েছেন। ভারতের সবথেকে বেশি ধনকুবের (৩২৮জন) রয়েছেন মুম্বাইতে। নিউ দিল্লির ১৯৯, বেঙ্গালুরুতে ১০০, হায়দরাবাদের ৮৭, চেন্নাইয়ের ৬৭, আবেদাবাদের ৫৫, কলকাতার ৫১, পুনের ৩৯, সুরাটের ২৭ ও গুরুগ্রামের ১৮জন ধনকুবের এই তালিকায় রয়েছেন। উল্লেখযোগ্য ব্যাপার হল এই তালিকায় এবার স্থান পেয়েছে ত্রিপুরাও।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর