ক্রিকেটের নন্দনকাননে বঙ্গভূষণ পেলেন সোনার মেয়ে রিচা! CAB-র কাছ থেকে মিলল একগুচ্ছ উপহার

Published on:

Published on:

Richa Ghosh received Banga Bhusan at Eden Gardens.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ICC মহিলা বিশ্বকাপে প্রথমবার জয়লাভ করে ইতিহাস গড়েছে টিম ইন্ডিয়া। ভারতের মেয়েদের এই ঐতিহাসিক অর্জনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বাংলার রিচা ঘোষ (Richa Ghosh)। এমতাবস্থায়, ক্রিকেটের নন্দনকাননে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজকীয়ভাবে সোনার মেয়ে রিচাকে সংবর্ধনা দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তথা CAB।

বঙ্গভূষণ পেলেন সোনার মেয়ে রিচা (Richa Ghosh):

শনিবারের এই জমকালো অনুষ্ঠানে রিচার (Richa Ghosh) জন্য সবথেকে বড় চমক প্রদান করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে গুচ্ছ উপহার পেলেন বিশ্বজয়ী। চমকপ্রদভাবে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। মূলত, পশ্চিমবঙ্গ সরকার রিচাকে রাজ্যের অন্যতম সেরা নাগরিক সম্মান বঙ্গভূষণে ভূষিত করেছে। সেই সঙ্গে তিনি পেয়েছেন উত্তরীয় এবং সোনার চেন। এছাড়াও, রাজ্য পুলিশে রিচাকে সাম্মানিক DSP পদও দেওয়া হয়েছে।

Richa Ghosh received Banga Bhusan at Eden Gardens.

তবে, পুরস্কারের ডালি এখানেই শেষ হয়নি। মহিলা বিশ্বকাপের ফাইনালে রিচার ব্যাট থেকে এসেছিল ৩৪ রান। এমতাবস্থায়, সেই রানের সঙ্গে সামঞ্জস্য রেখে CAB রিচাকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাট উপহার হিসেবে দেয়। রিচাকে (Richa Ghosh) এই পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: মোক্ষম ঝটকা! অলিম্পিকে খেলার সুযোগই পাবে না পাকিস্তান? মিলল আপডেট

এদিকে, শনিবারের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনার জন্য ফ্রিডম ট্রফির রেপ্লিকা তুলে দেন CAB-র বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই ট্রফির রেপ্লিকাটিও মুখ্যমন্ত্রী উপহার হিসেবে রিচাকে (Richa Ghosh) দেন। পাশাপাশি, বিশ্বকাপজয়ীর ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, রিচার মতো প্রতিভা বাংলার জন্য গর্বের।

আরও পড়ুন: মহিলা বিশ্বকাপের আকাশছোঁয়া সাফল্যের পর বড় সিদ্ধান্ত ICC-র! বাড়ানো হল টিমের সংখ্যা

জানিয়ে রাখি যে, রিচার (Richa Ghosh) সংবর্ধনার জন্য আয়োজিত শনিবারের এই জমকালো অনুষ্ঠানে ক্রিকেটের নন্দনকানন ইডেনে রীতিমতো চাঁদের হাট বসেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সহ CAB প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ছাড়াও ঝুলন গোস্বামী সহ একাধিক প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি CAB-র অন্যান্য পদাধিকারী এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও এই অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়।