৭৫ লক্ষ টাকার সোনা পেয়েও ফেরত দিলেন ২ জন রিকশাচালক, নিলেন না কোনো পুরস্কারও

কথায় বলে দুনিয়াতে ভালো আর মন্দ দুই মিশিয়ে মানুষ আছেন। আর এই ভারসাম্য আছে বলেই দুনিয়া চলছে। এরকম একটা ঘটনা ঘটেছে পুনেতে। এখানে দু’জন রিকশা চালক একটি ব্যাগ পেয়েছিলেন, আর এই ব্যাগে ছিলো সোনার অলঙ্কার।

তাও কম করে প্রায় ৭.৫৭ লক্ষ টাকার।অতুল টাইলকর ও ভারত ভোসলে নামক এই দুই ব্যক্তি এই সোনার অলঙ্কার কুড়িয়ে পায়। পেশায় তারা গাড়ি চালক। রেলস্টেশনের কাছে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন ওই দুই ব্যক্তি তখন নজরে আসে এই ব্যগ।hand full of gold nuggets 53773200 16x9আর তারপরেই ব্যগ খুলতে অবাক হন দুজনেই।গত রবিবার সেখানে একটি পার্কিং বুথের কাছে থেকে এই ব্যগ কুড়িয়ে পায় তারা।   এরপর তারা ব্যাগটি ডিউটিতে থাকা রেলের এক পুলিশ কর্মীর হাতে তুলে দদেন। পুনে রেলওয়ের পুলিশের সিনিয়র ইন্সপেক্টর এসআর গৌড বলেছেন, টাইলিকর ও ভোসলে ব্যাগটি আমাদের হাতে দিয়েছিল এবং ক্ষয়ক্ষতির বিষয়ে ব্যাগের মালিক যখন অভিযোগ করতে েসেছিলেন তখন এই ব্যাগের  মালিক দীপক চিত্রালার হাতে তুলে দিয়েছিলাম।”

এই ঘটনার প্রেক্ষিতে  ভোসলে জানান,  “যাত্রীদের জন্য অপেক্ষা করার সময় ওই  ব্যাগটি আমরা দেখতে পাই, আর তা পুলিশের হাতে তুলে দিই।আর এই জন্য ব্যাগের মালিক আমাদের নগদ পুরষ্কারের প্রস্তাব দিয়েছিলেন তবে আমরা তা প্রত্যাখ্যান করেছি,”


সম্পর্কিত খবর