‘পতন আসন্ন’, বিকাশ ভবনে শিক্ষক পেটানোর ঘটনায় ক্ষুব্ধ ঋদ্ধি, মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে বেনজির কটাক্ষ অভিনেতার!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার থেকেই ফের বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বসেছেন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক এবং শিক্ষককর্মীরা। আগের চাকরি বহাল রাখার দাবির বদলে এদিন রাজ্যের শিক্ষকদের কপালে জুটেছে বেধড়ক মার। পুলিশের লাঠি, হেলমেটের এলোপাথাড়ি বাড়িতে অনেকের মাথা ফেটেছে, হাত পা ভেঙেছে। শিক্ষকদের এই দুর্দশা দেখে তীব্র নিন্দায় সরব হয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। সরাসরি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

শিক্ষকদের উপরে অত্যাচারের প্রতিবাদে সরব ঋদ্ধি (Riddhi Sen)

বৃহস্পতিবারের ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। সমাজ তৈরির কারিগরদের সঙ্গে পুলিশের এমন নির্মম আচরণ দেখে প্রতিবাদে মুখর হয়েছেন অনেকেই। এই তালিকায় রয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। বিভিন্ন বিষয়ে প্রায়ই নিজের মতামত খোলাখুলি ভাবেই। ব্যক্ত করতে দেখা যায় তাঁকে। তবে এবারে রীতিমতো তুলোধনা করেছেন তিনি রাজ্যের শাসক দলকে।

Riddhi sen slammed tmc and mamata banerjee

কী লিখেছেন অভিনেতা: সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ ধামকে টেনে তীব্র কটাক্ষ করেছেন ঋদ্ধি (Riddhi Sen)। একটি লম্বা পোস্টে তিনি লিখেছেন, ‘চাকরিহীন রাজ্যে জগন্নাথ ধাম বানিয়ে সেটা উদ্বোধন করতে যাওয়ার সময়ে আছে, বিজয়া সম্মিলনী, পুজো কার্নিভাল করার সময় আছে, রাতে বাংলা মেগা সিরিয়াল দেখার সময় আছে, চলচ্চিত্র উৎসবে মুম্বাইয়ের তারকাদের সাথে দেখা করার সময় আছে, বেসুরো গান গাওয়ার, মৃত শব্দের কবিতা লেখার আর সুবিধেবাদীতার রঙে ছবি আঁকার সময় আছে’।

 আরো পড়ুন : অতীতের পুনরাবৃত্তি, ইউনূসের বিরুদ্ধে রাজপথ দখল পড়ুয়াদের! ফের পালাবদল বাংলাদেশে?

তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীকে: সরাসরি মুখ্যমন্ত্রীকে বিদ্রুপ করে তিনি লিখেছেন, ‘স্বাস্থ্য কেন্দ্র হোক, শিক্ষা ব্যবস্থা বা বাংলা চলচ্চিত্রের সিনে ফেডারেশন, সমস্ত কর্মক্ষেত্রের শীর্ষ স্থানে চোর এবং গুন্ডাদের প্লেসমেন্ট দিয়ে তোলাবাজ রাজনীতির মার্ক শিট মনিটর করার সময় আছে, রাজ্যে শিক্ষার ভবিষ্যৎকে অতীত করে দিয়ে ডিলিট সম্মান নিতে যাওয়ার সময় আছে, টেলিসম্মান পুরস্কার বা মহানায়ক উত্তম কুমার পুরস্কার দিতে যাওয়ার সময় এবং ইচ্ছে আছে, শুধু রাজ্যের নাগরিকদের চাকরি কেড়ে নিয়ে তাদের রাগ,যন্ত্রণা এবং হতাশা বোঝার,দেখার আর শোনার সময় নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর’।

আরো পড়ুন : পড়ুয়াদের দাবি মেনেই বড় বদল, কলেজে ভর্তির পোর্টালে জুড়ছে এই বিশেষ ‘সুবিধা’

ধিক্কার দিয়ে ঋদ্ধি (Riddhi Sen) লিখেছেন, ‘চোর, গুন্ডা এবং পদলেহনকারী তারকাদের জন্য আছে মমতা বন্দোপাধ্যায়ের সহিষ্ণুতা আর চাকরিহারাদের জন্য আছে পুলিশের নৃশংস আগ্রাসন, লাঠির বাড়ি l ধিক্কার মমতা বন্দোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, কলকাতা পুলিশ l আপনারা ভীত কারণ আপনাদের পতনের সময় আসন্নl’ এই পোস্টে অনেকেই সমর্থন করেছেন ঋদ্ধিকে। তবে পোস্টের কমেন্ট সীমিত করে রেখেছেন তরুণ অভিনেতা প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত হতেই আপাত ‘নিশ্চুপ’ পুলিশ লাঠি হাতে ঝাঁপায় শিক্ষকদের উপরে। চলে লাঠিচার্জ, গুরুতর আহত হন অনেকেই। পালটা শুক্রবার সাংবাদিক সম্মেলন করে পুলিশের তরফে বলা হয়, ‘নূন্যতম’ বলপ্রয়োগ করা হয়েছিল।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X