ডিউটিরত পুলিশের হাত থেকে উধাও রাইফেল! খুঁজে পেতে বাটি চালান চালালো পুলিশ

বাংলাহান্ট ডেস্কঃ ডিউটিরত অবস্থায় পুলিশ (police) কনস্টেবলের হাত থেকে রাইফেল (Rifle) উধাও! বন্দুক খুঁজে বের করতে অবশেষে বাটি চালানের উপর ভরসা করল পুলিশ। আজকের দিনে যেখানে সমাজ অনেক দূর এগিয়ে গেছে, মানুষ মহাকাশে পাড়ি দিচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে প্রাচীন কুপ্রথা মন্ত্রশক্তির উপর ভরসা করল গোমতী (Gomati) জেলার পুলিশ।

ভরসা করলেও, সফলতা মিলল না বাটি চালানের উপর। খুঁজে পাওয়া গেল না হারিয়ে যাওয়া বন্দুক। অবশেষে সেই অভিযুক্ত পুলিশ কর্মী এবং দুজন SPO জওয়ানকে আটক করেছে পুলিশ। এখন প্রশ্ন উঠছে, এই আধুনিকতার যুগে কেন হঠাৎ বাটি চালানের উপর ভরসা করল পুলিশ?

kvbvvbv

ঘটনাটি ঘটে অম্পি থানাধীন ছেছোয়া পুলিশের নাকা পয়েন্টে। সেখানে রাতে ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে পড়ার কারণে এক পুলিশ কনস্টেবলের হাত থেকে রাইফেল উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়েই। খুঁজেও যখন সেই রাইফেল পাওয়া না যায়, তখন বাটি চালানের উপর ভরসা করেন গোমতি জেলার পুলিশ সুপার।

পুলিশ সুপারের কথামত সেখানে বাটি চালান দেওয়া শুরু হয়। কিন্তু অনেক খুঁজেও পাওয়া যায় না সেই বন্দুক। শেষমেশ সেই অভিযুক্ত পুলিশ কর্মী এবং দুজন SPO জওয়ানকে আটক করেছে পুলিশ। এই সময়ে দাঁড়িয়েও এখনও এইসমস্ত কুসংস্কারের উপর ভিত্তি করে বন্দুক খোঁজার বিষয়টা ভালোভাবে নেয়নি প্রশাসনিক মহল। এখন প্রশ্ন উঠছে, কিভাবে কর্তব্যরত একজন পুলিশের হাত থেকে রাইফেল উধাও হয়ে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।

Smita Hari

সম্পর্কিত খবর