বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ঋজু বিশ্বাস (Riju Biswas)। সিরিয়ালপ্রেমীরা তাঁকে মূলত চেনেন ‘নিখিল’ নামে। বউ কথা কও, তোমায় আমায় মিলে-র সিরিয়ালে অভিনয় করে ছোটপর্দায় দর্শকদের মন জয় করেছিলেন তিনি। কিন্তু বর্তমানে ভিন্ন একটি কারণে চর্চায় উঠে এসেছেন ঋজু (Riju Biswas)। বা বলা ভালো বিতর্কে জড়িয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বিতর্কে ঋজু বিশ্বাস (Riju Biswas)
অভিনেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করার অভিযোগ আনেন এক উঠতি মডেল। অদ্ভূত ভাবে তারপর একই অভিযোগ তোলেন আরও বহু মহিলারা। তাঁদের শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, একই পদ্ধতিতে তাঁদের সকলকে মেসেজ করেছেন ঋজু (Riju Biswas)। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রোল নিশানা হয়ে ওঠেন তিনি। বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠতেই এবার মুখ খুললেন অভিনেতা।

মুখ খুললেন অভিনেতা: সম্প্রতি সোশ্যাল মিডিয়া লাইভে এসে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি বলেন, শুধু তাঁকে নয়, তাঁর মাকেও কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। মায়ের জন্যই লাইভে এসেছেন তিনি। ঋজু (Riju Biswas) বলেন, ইন্ডাস্ট্রিতে তাঁর কিছু দাদা দিদি রয়েছেন। তাঁরা তাঁর সঙ্গে কথা বলেছেন।
আরও পড়ুন : মরশুমের শেষলগ্নে বিরাট লাভ, জালে উঠল চওড়া পেটির পেল্লাই রাজা ইলিশ! দাম শুনলে চমকাবেন
কী বললেন অভিনেতা: ঋজু (Riju Biswas) বলেন, তাঁর কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। তাও তাঁর মন্তব্যে কারোর খারাপ লেগে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। বিষয়টিকে আর নোংরামির দিকে না নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন অভিনেতা।
আরও পড়ুন : পর্দায় দুই স্বামীর টানাপোড়েন, বাস্তবে এখনও স্কুলের গণ্ডিই পেরোননি! বয়স কত ‘লাজু’ সাইনার?
প্রসঙ্গত, এর আগে মহিলাদের মেসেজ করার ক্ষেত্রে অভিনেতার সাফাই, মেসেজ করে কোনও ভুল তো তিনি করেননি। কোনও অশালীন প্রস্তাব দেওয়ার প্রমাণ কেউ দিতে পারবেন? শাড়িতে ভালো লাগার মধ্যে খারাপ কী আছে? দুদিন আগে নিজের মাকেও তিনি এমন কথাই বলেছিলেন বলে জানান ঋজু। তিনি আরও জানান, তাঁর মা ক্যানসার আক্রান্ত, হাতে সাত মাস কাজ নেই। দ্রুত কাজে ফিরতে চান তিনি।













