‘ডাকাত’কেই মন দিয়ে বসেছিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র, ভেবেছিলেন বিয়ের কথাও

বাংলাহান্ট ডেস্ক : ইংরেজিতে কথা বলা শিক্ষিত ডাকাতের কথা শুনেছেন কখনও! হ্যান্ডসাম ইঞ্জিনিয়ার, ডাক্তার বিভিন্ন পেশার মানুষের প্রেমে হামেশাই পড়ে সবাই। কিন্তু ডাকাতের প্রেমে হাবুডুবু খেতে দেখেছেন কি কাউকে? জেনে অবাক হবেন এমনই একদল ডাকাত দেখে রীতিমত হৃদয় দিয়ে বসেছিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র।

বাংলা সিরিয়াল ও সিনেমা জগতের প্রতিষ্ঠিত নাম রিমঝিম মিত্র। অনেকগুলো বছর তিনি কাটিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রিতে। কাজ করেছেন বহু ধারাবাহিকে, সিনেমায়। এখনও তিনি কাজ করছেন ধারাবাহিকে। রিমঝিম বেশ ডাকাবুকো। তিনি ভাল নাচ করেন।

মমতা শঙ্কর ব্যালেট ট্রুপে নাচ করতেন একটা সময়ে। সেই ট্রুপের হয়ে বহু জায়গায় শো করতেও গিয়েছিলেন তিনি। একবার ডাকাতের পাল্লায় পড়েছিলেন রিমঝিম। ট্রেনে করে যাচ্ছিলেন। কী ঘটেছিল সেখানে? সেই গল্প শুনলে অবাক হবেন আপনিও।

ছোটোবেলায় নাচের শোয়ে যাবেন বলে শিক্ষিকার সঙ্গে ট্রেনে উঠেছেন। সবে ক্লাস এইট বা নাইনে পড়েন‌ তখন। ট্রেনে উঠে হঠাৎ নজরে আসে অনেক গুলো সুন্দর ছেলে দাঁড়িয়ে। একে অপরের সঙ্গে ইংরেজিতে বাক্যালাপ করছে তারা। সেদিকে নজর পড়তেই বুকের মধ্যে ধুকপুক শুরু হয়ে গেছে ততক্ষনে। মনের মধ্যে প্রজাপতির আনাগোনা শুরু হতেই হঠাৎ লোডশেডিং হয়ে যায়। যদিও কিছুক্ষণ পর বাতি জ্বলেও ওঠে আবার। এর মধ্যে রিমঝিম জানতে পারেন ঐ ছেলের দলটি আসলে একটি ডাকাত দল ছিলো। পাশের কামরায় ডাকাতির উদ্দেশ্যে উঠেছিলো এবং রিমঝিমকে সেই সময় বাথরুমে বন্দি অবস্থায় থাকতে হয়েছিলো। রিমঝিমের কথায়, “ওরকম শিক্ষিত ডাকাত আমি জীবনেও দেখিনি। ওরা নাকি বলেছিল, আমি কোথায়, বিয়ে করে বাড়ি নিয়ে যাবে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর