বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সেই একই রকম চিরপরিচিত ভঙ্গি। একইভাবে বলগুলি উড়ে গিয়ে পড়ছে বাউন্ডারির সীমানা পেরিয়ে। সেই একই উচ্ছ্বাসীন মুখে দলকে জেতানোর লক্ষ্যে পরিশ্রম করে চলেছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে। তফাৎটা হল এবার গায়ে ছিল না কেকেআরের বেগুনি সোনালী জার্সি। রিঙ্কু সিং (Rinku Singh) এদিন ভারতীয় দলের (Indian Cricket Team) হয়ে প্রথম আন্তর্জাতিক ইনিংসেই ফের একবার নজর কাড়লেন।
প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটানোর ফলে অল্পের জন্য হেরে আয়ারল্যান্ড দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৩ তম ওভারে সঞ্জু স্যামসন ৪০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আউট হওয়ার পর ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেলেন রিঙ্কু যেটা তিনি প্রথম ম্যাচ পাননি। গোটা ক্রিকেট বিশ্বের নজর ছিল তার দিকে। প্রতিপক্ষ দুর্বল আয়ারল্যান্ড হলেও নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংসের চাপ সামলাতে পারবেন কি রিঙ্কু? প্রশ্ন ছিল সবার মনে।
কিন্তু ব্যাট হাতে সেই প্রশ্নগুলির সঙ্গে সঙ্গে যাবতীয় আশঙ্কা মাঠের বাইরে ছুঁড়ে ফেললেন কেকেআর তারকা। সম্প্রতি কিছু ক্রিকেট বিশেষজ্ঞ তাকে যুবরাজ সিংহ এবং মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরী বলে আখ্যা দিয়েছেন। এই কথা প্রমাণ করতে গেলে অবশ্য তাকে আরও অনেকদিন দুর্দান্ত ছন্দে খেলে যেতে হবে। কিন্তু নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংসে রিঙ্কু বুঝিয়ে দিলেন যে তাকে অবজ্ঞা করা আর চলবে না।
ইনিংসের শেষ ৬ বলে ২৩ রান করেন রিঙ্কু। প্রথম ১৫ বলে করেছিলেন ১৫ রান। এরপর শিবম দুবে (২২*) এবং তার ব্যাট থেকে বেরিয়ে আসে ছক্কার বন্যা। রিঙ্কু আউট হন একুশ বলে দুটি ছাড় এবং তিনটি ছক্কা সহ ৩৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলে। তার আগে অবশ্য ওপেনার এবং এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দিতে চলা রুতুরাজ ৪৩ বলে ৫৮ রানের একটি ইনিংস খেলেছিলেন যা ছিল এদিন দলের সর্বোচ্চ।
আরও পড়ুন: IPL-এর মতোই নীল জার্সিতেও বল ওড়ালেন রিঙ্কু! অভিষেক ইনিংসেই সুপারহিট KKR তারকা
এরপর বল হাতে যখন ভারতীয় দল মাঠে নামে তখন আয়ারল্যান্ডের ব্যাটাররা কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ভারতের দেওয়া ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকলেও শেষ পর্যন্ত ডকরেলের (২৩) লড়াইয়ে ১৫২ রান তুলেছিল আইরিশরা। একটি মেডেন ওভার সহ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ টি উইকেট নেন অধিনায়ক বুমরা। তবে ম্যাচের সেরার পুরস্কার নিয়ে যেন রিঙ্কু। এছাড়া ২ টি করে উইকেট পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং রবি বিশ্নই। ১ উইকেট পেয়েছেন অর্শদীপ।