পিছিয়ে পড়লেন ধোনিও! এক ম্যাচেই এই তিন রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন রিঙ্কু সিং

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট তারকাদের মধ্যে রীতিমতো লাইমলাইটে রয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় প্রায় প্রতিটি ম্যাচেই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শুধু তাই নয়, সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে চলা T20 সিরিজে তিনি যে দাপটের সাথে পারফরম্যান্স করছেন তাতে অনুমান করা হচ্ছে যে, তিনি চলতি বছরের T20 বিশ্বকাপে ভারতীয় দলের অংশ হওয়ার পাশাপাশি অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন।

ইতিমধ্যেই রিঙ্কু বারংবার প্রমাণ করেছেন যে, দলে থাকলে তিনি হয়ে উঠতে পারেন নির্ভরযোগ্য “ফিনিশার”। IPL-এর মঞ্চ থেকে শুরু করে জাতীয় দল, প্রতিটি ক্ষেত্রেই এই বিষয়টি স্পষ্ট করেছেন তিনি। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারত-আফগানিস্তানের তৃতীয় T20 ম্যাচে রিঙ্কু যে খেল দেখিয়েছেন তাতে তিনি ইতিমধ্যেই পেছনে ফেলেছেন একাধিক তারকা ক্রিকেটারকে। পাশাপাশি তিনি তৈরি করেছেন নয়া রেকর্ডও। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Rinku Singh broke these three records in one match and set a new precedent

প্রথমেই জানিয়ে রাখি যে, ভারত-আফগানিস্তানের মধ্যে চলা সর্বশেষ T20 ম্যাচে ভারতীয় দল ৪ উইকেটের বিনিময়ে ২১২ রান করে। ওই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার সাথে রিঙ্কু সিংয়ের অনবদ্য ইনিংসের উপর ভর করে আফগানদের বিরুদ্ধে জয় হাসিল করে ভারত। ওইদিন বিরাট কোহলি শূন্য রানে আউট হলেও রোহিত শর্মা ১২১ রান করে অপরাজিত থাকেন। পাশাপাশি রিঙ্কু অপরাজিত ৬৯ রান করেন। আর এইভাবেই পঞ্চম উইকেটে তৈরি হয় ১৯০ রানের অপরাজিত জুটি। ওই ম্যাচে রোহিত শর্মা ৬৯ বলে ১১ টি চার এবং ৮ টি ছয় মারেন। অপরদিকে রিঙ্কু সিং ৩৯ বলে ২ টি চার ও ৬ টি ৬ মারেন।

আরও পড়ুন: একসঙ্গে তিন মুসলিম দেশের বিরুদ্ধে মোর্চা খুলে ফেলল ইরান! পাকিস্তানে এয়ার স্ট্রাইকের উদ্দেশ্য কী?

রিঙ্কু সিংয়ের রেকর্ড: আর এই দুই ব্যাটারের দাপটের ওপর ভর করে ৪.৩ ওভারে ২২/৪ থেকে ২০ ওভারে ২১২/৪-তে পোঁছে যায় ভারতের স্কোর। এবারে চলুন জেনে নিই রিঙ্কু ঠিক কোন নজির গড়েছেন। প্রথমত, ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক T20 ক্রিকেটে ৬ নম্বরে অথবা তারপরে ব্যাট করতে নেমে সবথেকে বেশি রান করেছিলেন অক্ষর প্যাটেল। ২০২৩ সালে পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করতে নেমে তিনি ৩১ বলে ৬৫ রান করে আউট হন। ওই ইনিংসে তিনি ৩ টি চার ও ৬ টি ছক্কা মেরেছিলেন। এমতাবস্থায়, রিঙ্কু সর্বশেষ ম্যাচে ৬ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত ৬৯ রান করেন।

আরও পড়ুন: সুখবর! এবার পেট্রোল-ডিজেলের দাম কমবে ১০ টাকা পর্যন্ত, আগামী মাসেই মিলতে পারে স্বস্তি

পাশাপাশি, রিঙ্কু টেক্কা দিয়েছেন দীনেশ কার্তিককেও। তিনি ২০২২ সালে রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৯ টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৫৫ রান করে আউট হন। অর্থাৎ, এই নজিরকেও পেছনে ফেলেছেন রিঙ্কু। পাশাপাশি, ২০১৮ সালে সেঞ্চুরিয়নে করা মহেন্দ্র সিং ধোনির রানকেও টপকে গিয়েছেন এই তরুণ ব্যাটার। মূলত, সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছয় নম্বরে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনি ৪ টি চার ও ৩ টি ছক্কার মাধ্যমে ২৮ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর