বাংলা হান্ট ডেস্ক: গত বছর অর্থাৎ ২০২৩ সালে যে কয়েকজন ভারতীয় খেলোয়াড় প্রত্যেকের মন জয় করে নিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন রিঙ্কু সিং (Rinku Singh)। এই তরুণ ক্রিকেটার বারংবার নিজের দক্ষতাকে প্রমাণ করেছেন। পাশাপাশি তিনি বুঝিয়ে দিয়েছেন দলের প্রয়োজনের সময়ে তিনি কতটা বিধ্বংসী ব্যাট করতে পারেন।
আর সেই কারণেই, রিঙ্কু সিং উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতেও। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই জাতীয় দলের জার্সিতে খেলা হয়ে গিয়েছে তাঁর। অল্প সময়ের ব্যবধানেই তিনি রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৩ সালের অগাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার মাধ্যমে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে রিঙ্কুর।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে T20 ম্যাচেও দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডানহাতি অফ-ব্রেক বোলার। এদিকে, রঞ্জি ট্রফি এবং IPL-এও তিনি তাঁর জাত চিনিয়েছেন। আর সেই কারণেই এবারও KKR-এর জার্সিতে IPL-এর মঞ্চে খেলতে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: জুড়ে যাবে কলকাতাও! ইলেকট্রিক গাড়ির জন্য ৬ হাজার কিমি রাস্তা বানাচ্ছে কেন্দ্র, যাবে এই রাজ্যগুলিতে
জানিয়ে রাখি, ঘরোয়া ক্রিকেটে তিনি উত্তরপ্রদেশের হয়ে খেলেন। সম্প্রতি উত্তরপ্রদেশ ও কেরালার মধ্যে রঞ্জি ট্রফির ম্যাচে রিঙ্কু দুর্দান্ত ইনিংস খেলে আরও একবার সবাইকে অবাক করে দেন। ওই ম্যাচে রিঙ্কু সিং যখন ব্যাট করতে নামেন, তখন ১২৪ রানে ৫ উইকেট হারিয়ে খুব একটা ভালো জায়গায় ছিল না উত্তরপ্রদেশ। কিন্তু এরপর রিঙ্কু ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে আনেন। প্রথম দিনে তিনি ১০৩ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। পাশাপাশি, দ্বিতীয় দিনে আরও রান যোগ করে ১৩২ বলে মোট ৯২ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান।
আরও পড়ুন: শক্তিশালী পাসপোর্টের তালিকায় উন্নতি ভারতের, শোচনীয় অবস্থা পাকিস্তানের! রইল লিস্ট
এই প্রথম বিরাট, রোহিত শর্মাদের সঙ্গে একই দলে খেলছেন রিঙ্কু সিং: সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বৃহস্পতিবারই রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের সাথে একসঙ্গে খেলার সুযোগ ঘটল রিঙ্কুর। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের T20 সিরিজের প্রথম ম্যাচেই এই স্বপ্নপূরণ হল তাঁর।