বাংলা হান্ট ডেস্ক : তিনি ম্যাচ জেতানো প্লেয়ার। ব্যাটে, ফিল্ডিং-এ সমান দক্ষ তিনি। চার, ছক্কা হাঁকানোর পাশাপাশি বিরোধীদের রান আটকাতেও তিনি বেশ ভালোই পারেন। মাঠে রিঙ্কু সিং-র (Rinku Singh) উপস্থিতি মানেই এক আলোড়ন। ভক্তরাও আশা করেন, কিছু না কিছু ক্যারিশ্মা তিনি দেখাবেনই। বিগত কয়েকদিন ধরেই সেই রিঙ্কুকে মাঠে দেখা যাচ্ছেনা।
মিডল অর্ডার ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি রিঙ্কুর ফিল্ডিং দক্ষতাও অসাধারণ। এক সময় তাকে ফিল্ডার হিসাবেই খেলাত কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর এখন সেই রিঙ্কুই মাঠ থেকে গায়েব। ঠিক কী কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি? তিনি কি কোনও গুরুতর চোট পেয়েছেন? ভক্তদের উদ্বেগ মিটিয়ে জবাব দিলেন রিঙ্কু নিজেই।
আসলে গত রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামেননি রিঙ্কু। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করতে দেখা গেলেও ফিল্ডিং করতে নামেননি তিনি। তারপর থেকেই জল্পনা, তবে কি কোনও বড়সড় চোটের কবলে রিঙ্কু? এইদিন জল্পনার অবসান ঘটিয়ে তিনি বলেন, ‘আমার সামান্য চোট রয়েছে। সেই কারণে ফিল্ডিং করিনি।’ তবে চোট গুরুতর নয়, আগামি ম্যাচগুলিতে ফের ফিল্ডিং করতে দেখা যাবে তাকে।
আরও পড়ুন : ‘ঘরে ঢুকে মারব’, সন্ত্রাসীদের কড়া হুঁশিয়ারি মোদীর! নাক গলাবে না বাইডেন, খুলা ছুট আমেরিকার
উল্লেখ্য যে, গত ম্যাচে ৯ বলে ২০ রান করেন রিঙ্কু। যদিও ম্যাচের মূল নায়ক ছিলেন সুনীল নারাইন। এইদিন নারাইনের ভূয়সী প্রশংসা করে রিঙ্কু বলেন, ‘নারাইনের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছি আমি। ও এখন অনেক শান্ত। আগে প্রতি বলেই ব্যাট চালাত। এখন সেটা করে না। বল বুঝে খেলার চেষ্টা করে। ওর ব্যাটিংয়ের মধ্যে একটা ভাবনাচিন্তা রয়েছে। সেই সঙ্গে নেটেও খুব পরিশ্রম করছে নারাইন।’