বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট তারকাদের মধ্যে রিঙ্কু সিং (Rinku Singh) হলেন এমন একজন যিনি IPL থেকে শুরু করে রঞ্জি ট্রফি এবং জাতীয় দলেও প্রায় প্রতিটি ম্যাচেই নজরকারা পারফরম্যান্স প্রদর্শন করছেন। সেই রেশ বজায় রেখেই ভারত (India) বনাম আফগানিস্তানের (Afghanistan) প্রথম T20 ম্যাচেও চমক দেখালেন তিনি। মোহালিতে তাঁর ইনিংসটি সংক্ষিপ্ত থাকলেও ওই সময়ে তিনি দলে বড় প্রভাব ফেলে অপরাজিত থেকেছেন।
এমনিতেই রিঙ্কু সিং T20-তে জাতীয় দলে অভিষেকের পর থেকেই ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। পাশাপাশি, দলের প্রয়োজনে তিনি উপহার দিয়েছেন অনবদ্য সব ইনিংস। যা সামগ্রিকভাবে দলকে ম্যাচ জেতাতে সাহায্য করেছে। এমতাবস্থায়, রিঙ্কুকে যখন তাঁর সাফল্যের রহস্য জিজ্ঞাসা করা হয় তখন তিনি এক অনবদ্য উত্তর দিয়েছিলেন। পাশাপাশি, তিনি নাম নিয়েছিলেন ক্রিকেটের দুনিয়ায় বিশ্বের অন্যতম সেরা ফিনিশারের। মূলত, তিনি উল্লেখ করেছিলেন মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নাম।
আফগানিস্তানের বিপক্ষেও প্রভাব দেখিয়েছেন রিঙ্কু: উল্লেখ্য যে, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম T20-তে রিঙ্কু ৬ নম্বরে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। ওই ম্যাচে তিনি ৯ বলে ২ টি চারের সাহায্যে ১৬ রানের একটি অপরাজিত ইনিংস খেলেছিলেন। ওই ম্যাচ শেষে রিঙ্কু সিং বলেন, “আমি এমনিতেই ৬ নম্বরে ব্যাটিং করে ম্যাচ শেষ করতে অভ্যস্ত। এই কাজে আমি অত্যন্ত খুশি। আমি নিজের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ৬ নম্বরে ব্যাট করে আমি খুব বেশি বলের মুখোমুখি হওয়ার বা খুব বেশি রান করার সুযোগ না পেলেও এটাই আমি নিজেকে বলতে থাকি।”
আরও পড়ুন: জাপানকে হারিয়ে তৃতীয় বৃহত্তম অটো মার্কেট ভারতে! এই বছরের মধ্যে লক্ষ্য প্রথম স্থান
প্রথম T20 ম্যাচে ভারতের বিরুদ্ধে আফগানিস্তানের শুরুটা হয়েছিল অত্যন্ত মন্থরভাবে। দলের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (২৩) ও অধিনায়ক ইব্রাহিম জাদরান (২৫) পাওয়ার প্লের সুবিধা নিতে না পারায় রান বাড়তে থাকে ধীর গতিতে। তবে, আজমতউল্লাহ উমরজাই তিন নম্বরে এসে রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও ২৯ রানে ফিরে যেতে হয় তাঁকে। এমতাবস্থায়, মহম্মদ নবী ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আফগানিস্তান ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে। ভারতের তরফে অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার ২ টি করে উইকেট নেন এবং শিবম দুবে ১ টি উইকেট পান।
আরও পড়ুন: মহাবিশ্বের সব রহস্যের হবে সমাধান! বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ তৈরিতে সাহায্য ভারতের
খাতা খুলতে পারেননি রোহিত: তবে, এই স্কোর তাড়া করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটাও খুব একটা ভালো হয়নি। অধিনায়ক রোহিত শর্মা শূন্য রান করেই ফিরে যান। এদিকে, গিল ১২ বলে ২৩ রান করেন। পাশাপাশি, এই ম্যাচে ৪ নম্বরে সুযোগ পাওয়া শিবম দুবে ৪০ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন। এর পাশাপাশি তিলক ভার্মা করেন ২৬ রান, জিতেশ শর্মা করেন ৩১ রান ও রিঙ্কু সিং ১৬ রান করে অপরাজিত থাকেন।