God’s Plan! এশিয়া কাপে এক বল খেলেই তৈরি করেছেন ইতিহাস, ফের সবাইকে চমকে দিলেন রিঙ্কু

Published on:

Published on:

Rinku Singh surprises everyone again in the Asia Cup.

বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপের রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে দুর্ধর্ষ জয় হাসিল করেছে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে ভারত জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য পেয়েছিল। সেই রান তাড়া করতে গিয়ে ভারতীয় দল কিছুটা চাপের সম্মুখীন হলেও পরে ওই লক্ষ্য পূরণ হয়ে যায়। এদিকে, ভারতের হয়ে জয়সূচক বাউন্ডারি হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। যিনি এই টুর্নামেন্টে মাত্র একটি বল খেলেছিলেন।

ফের সবাইকে চমকে দিলেন রিঙ্কু (Rinku Singh):

ফাইনাল ম্যাচে ভারতের হয় জয়সূচক বাউন্ডারি: জানিয়ে রাখি যে, রিঙ্কু সিং (Rinku Singh) এশিয়া কাপে পুরো টুর্নামেন্ট জুড়ে বেঞ্চে ছিলেন। হার্দিক চোটের সম্মুখীন হওয়ায় তিনি ফাইনালে খেলার সুযোগ পান। এদিকে, ফাইনাল ম্যাচে রিঙ্কু ব্যাট করার সুযোগও পেয়েছিলেন। যখন ভারতের জয়ের জন্য ৩ বলে ১ রানের প্রয়োজন ছিল সেই সময়ে রিঙ্কু ক্রিজে এসে ৪ মেরে এশিয়া কাপে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয় হাসিল করেন।

সালমান আগার নেতৃত্বাধীন পাকিস্তান ফাইনাল ম্যাচে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। ভারতের হয়ে কুলদীপ যাদব দুরন্ত বোলিং করেন। তিনি ৪ টি উইকেট নেন। অন্যদিকে জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল ২ টি করে উইকেট নেন। এরপর ভারত ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৫০ রান করে ম্যাচটি জিতে নেয়। জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত ভারত ৯ বার এশিয়া কাপে জয়লাভ করেছে।

আরও পড়ুন: GST কাঠামোয় পরিবর্তনের পরেই ঘটল চমক! বিশ্বের দরবারে নয়া ইতিহাস গড়ল Maruti Suzuki

এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচে তিলক ভার্মা ৪১ বলে তাঁর দুরন্ত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি অপরাজিত ৬৯ রান করেন। সঞ্জু স্যামসনও তাঁকে সমর্থন করতে এগিয়ে আসেন। তাঁরা দু’জনে চতুর্থ উইকেটে ৫৭ রান যোগ করেন।

আরও পড়ুন: ১৪০ কোটি ভারতীয়ের মন জিতলেন সুর্যকুমার! সেনার জন্য নিলেন বড় সিদ্ধান্ত, ধন্য ধন্য করছে গোটা দেশ

এরপর সঞ্জু স্যামসন ২৭ রান করে আউট হন। কিন্তু শিবম দুবে তিলককে দুর্দান্ত সমর্থন করেন। পঞ্চম উইকেটে ৪০ বলে ৬০ রান যোগ করেন তাঁরা। শিবম করেন ২২ বলে ৩৩ রান। আর শেষ মুহূর্ত রিঙ্কু (Rinku Singh) চার মেরে ভারতকে জয়ী করেন।