টিম ইন্ডিয়ার এই খেলোয়াড়ের হানিমুনে গিয়েছিলেন রিঙ্কু সিং! কী জানালেন তারকা প্লেয়ার?

Published on:

Published on:

inku Singh went on this Team India player's honeymoon.

বাংলা হান্ট ডেস্ক: এশিয়া কাপের আবহে, রিঙ্কু সিংয়ের (Rinku Singh) একটি পডকাস্ট সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ওই পডকাস্টে রিঙ্কু সিং একাধিক চমকপ্রদ তথ্য প্রকাশ পেয়েছে। এই তারকা খেলোয়াড় জানিয়েছেন, যে তিনি টিম ইন্ডিয়ার খেলোয়াড়ের হানিমুনে গিয়েছিলেন। ওই খেলোয়াড় আর কেউ নন, নীতিশ রানা ওযিনি রিঙ্কু সিংয়ের খুব ভালো বন্ধু। রাজ শামানির সঙ্গে কথোপকথনে রিঙ্কু সিং জানান যে, নীতিশ রানা তাঁকে এবং রাহুল তেওয়াটিয়াকে মধুচন্দ্রিমার জন্য ইউরোপে নিয়ে গিয়েছিলেন।

কী জানিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)?

রিঙ্কু নীতীশ রানা-সাচির হানিমুনে যান: রিঙ্কু (Rinku Singh) বলেন, “আমি কখনও ভারতের বাইরে যাইনি। সেখানকার মানুষ কীভাবে থাকে, তারা কী খায়, তাই বিদেশে যাওয়া আমার স্বপ্ন ছিল। নীতীশ রানা ভাইয়ের বিয়ে হয়েছিল ২০১৯ সালে। তিনি আমাকে ইউরোপে হানিমুনে নিয়ে গিয়েছিলেন। রাহুল তেওয়াটিয়া আর আমি তাঁর হানিমুনে গিয়েছিলাম।” রিঙ্কু আরও জানান, “নীতীশ রানা চেয়েছিলেন আমি বিদেশিদের সঙ্গে কথা বলি। রেস্তোরাঁ থেকে অর্ডার করি। আমি ইংরেজিতে বাক্য তৈরি করার কথা ভাবতাম। দোকানে গেলে ইশারা করে অর্ডার দিতাম।”

রিঙ্কু ইংরেজি না জানার জন্য অনুতপ্ত: রিঙ্কু সিং (Rinku Singh) বলেন, তিনি ইংরেজি না জানার জন্য অনুতপ্ত। তাঁর মতে, “এটা আত্মবিশ্বাসের খেলা। আমি ইংরেজি বলতে পারি। আমি রাসেলের সঙ্গে কথা বল। ইংরেজির জন্য একটা পরিবেশ দরকার। IPL-এ আমার ইংরেজি আপনাআপনিই বেরিয়ে আসে।” রিঙ্কু বলেন, “আমার খারাপ লাগছে কারণ আমি ইংরেজি জানি না। আমি কুলদীপ যাদব ভাইয়ের সঙ্গে নিউ ইয়র্কে গিয়েছিলাম। তিনিই সেখানে অর্ডার দিচ্ছিলেন।”

আরও পড়ুন: শুধু সোশ্যাল মিডিয়া ব্যান নয়! আরও এক কারণেও হচ্ছে “বিদ্রোহ”, দেশে অশান্তির প্রসঙ্গে বাংলাহান্টকে কী জানালেন নেপালের প্রাক্তন সাংসদ?

রিঙ্কু (Rinku Singh) বলেন, “তিনি আমাকে জিজ্ঞেস করেন কখন ইংরেজি শিখবে? তাই আমি ভাবলাম আমার ইংরেজি জানা উচিত। যদি আমি কোথাও আটকে যাই তবে আমার ইংরেজি জানা উচিত। যদি আমি বিদেশেও আটকে যাই সেক্ষেত্রেও আমার ইংরেজি জানা উচিত।আমি ইংরেজি ক্লাস নিতে শুরু করেছিলাম কিন্তু পারছিলাম না। আমি একেবারেই পাগল হয়ে গিয়েছিলাম।”

আরও পড়ুন: অশান্ত নেপালে বজায় হিংসা! পশুপতিনাথ মন্দিরেও বিক্ষোভকারীদের তাণ্ডবের চেষ্টা, নিরাপত্তার দায়িত্বে সেনা

তবে, রিঙ্কু সিং (Rinku Singh) ইংরেজি জানুন বা না জানুন, কিন্তু এই খেলোয়াড়ের ব্যাট মাঠে বিধ্বংসী হয়ে ওঠে। T20 ফরম্যাটে রিঙ্কু নিজেকে প্রমাণ করেছেন এবং এখনও পর্যন্ত ম্যাচ ফিনিশার হিসেবে সফল হয়েছেন। এমতাবস্থায়, এশিয়া কাপেও খেলার সুযোগ পেলে তিনি তাঁর দক্ষতা ফেরে দেখাতে পারেন।