বাংলা হান্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে চা বিরতির পর ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) চোটের সম্মুখীন হন। তাঁর ডান পায়ের আঙুলে বল এসে লাগে। তারপরেই অসহ্য ব্যথা অনুভব করায় তাঁকে “রিটায়ার হার্ট” হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। এরপর পন্থকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। যেখানে তার স্ক্যান করা হয়। রিপোর্টে বলা হয়েছে যে, তাঁর পায়ে ফ্র্যাকচার হয়েছে এবং তাকে ৬ সপ্তাহ ক্রিকেট থেকে দূরে থাকতে হবে।
পন্থের (Rishabh Pant) সাহসিকতাকে কুর্নিশ জানালেন স্টেডিয়াম ভর্তি দর্শক:
এরপর, দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে, BCCI পন্থের (Rishabh Pant) চোট সম্পর্কে একটি আপডেট প্রকাশ করে, জানায় যে, তিনি উইকেটকিপিং করবেন না। তবে দলের যদি তাঁর প্রয়োজন হয়, তাহলে তিনি ব্যাট করতে মাঠে নামবেন। এমতাবস্থায়, দ্বিতীয় দিনে, বেন স্টোকসের বলে শার্দূল ঠাকুর আউট হওয়ার পর, সকলের চোখ প্যাভিলিয়নের দিকে যেতেই দেখা গেল যে পন্থ সিঁড়ি বেয়ে নেমে মাঠের দিকে হেঁটে যাচ্ছেন। অর্থাৎ, তিনি চোটের সম্মুখীন হয়েও ব্যাট হাতে মাঠে নেমেছেন।
A LIMPING RISHABH PANT COMING TO BAT WHEN SERIES ON THE LINE. 🥺❤️ pic.twitter.com/llc2vINMV4
— Johns. (@CricCrazyJohns) July 24, 2025
দর্শকরা পন্থের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন: এদিকে, পন্থকে (Rishabh Pant) ব্যাট করতে মাঠে আসতে দেখে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে তাঁর সাহসিকতার জন্য করতালি দেন। করতালির শব্দের মাধ্যমে দর্শকরা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন যতক্ষণ না পন্থ ব্যাট করতে আসেন।
আরও পড়ুন: সৌমিত্রের তত্ত্বাবধানেই গতি পেল দুর্গাপুর-বাঁকুড়া রেল প্রকল্পের কাজ! লক্ষ লক্ষ মানুষ হবেন উপকৃত
বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখতে হয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পন্থ (Rishabh Pant) “রিটায়ার হার্ট” হয়ে প্যাভিলিয়নে ফিরে যান, তখন টিম ইন্ডিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ২১২ রান। এদিকে, যখন তিনি দ্বিতীয় দিন আবার ব্যাট করতে নামেন, তখন ৬ উইকেট হারিয়ে দল ৩১৪ রান করে ফেলে।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরের প্রতিশোধ নিতে জেহাদ ঘোষণা! গোপনে তথ্য পেয়ে পর্দাফাঁস আল কায়দা জঙ্গি মডিউলের
পন্থ (Rishabh Pant) ৩৭ (৪৮) রান নিয়ে তাঁর ইনিংস আবার শুরু করেন কিন্তু লাঞ্চের আগে বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখতে হয়। পন্থ লাঞ্চ পর্যন্ত তাঁর খাতায় আরও ২ টি রান যোগ করতে পারেন। চোটের সম্মুখীন হয়েও মাঠে তিনি যেভাবে লড়াই করছেন তা প্রত্যক্ষ করে ক্রিকেট অনুরাগীরা তাঁর ভূয়সী প্রশংসা করছেন।