দিল্লি-দেরাদুন হাইওয়েতে মারাত্মক দুর্ঘটনার শিকার রিশভ পন্থের গাড়ি! গুরুতর আহত ক্রিকেটার

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দিল্লি-দেরাদুন হাইওয়েতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের অভিজ্ঞ উইকেটরক্ষক (Rishabh Pant)। দুর্ঘটনার তীব্রতায় তার বিএমডব্লিউ (BMW) গাড়িতে আগুন লেগেছে। এখনও অবধি পাওয়া খবর থেকে জানা গিয়েছে উত্তরাখণ্ডের রুরকির কাছে একটি ডিভাইডারে ধাক্কা লাগে তার গাড়ির। বিএমডব্লিউ গাড়িটি পন্থ নিজেই চালাচ্ছিলেন।

pant accident

দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। মাথায় পিঠে এবং পায়ে মারাত্মক চোট পেয়েছেন ভারতের তারকা উইকেটরক্ষক। তড়িঘড়ি তাকে দিল্লির একটি নামি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী তার চোটগুলো যথেষ্টই মারাত্মক।

সদ‍্য শ্রীলঙ্কা সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন রিশভ পন্থ। ওডিআই এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই তাকে ছুটে ফেলেছেন ভারতীয় নির্বাচকরা। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করলেও সাম্প্রতিক অতীতে সীমিত ঘরের ক্রিকেটে একাধিকবার ব্যর্থ হয়েছেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি তাকে হাঁটুর চোটের চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলেছিল। কিন্তু এখন তার সঙ্গে আরও বেশ কিছু মারাত্মক চোট নিয়ে হাসপাতালে ভর্তি তারকা ক্রিকেটার। খবর পেয়ে গোটা ক্রিকেটবিশ্ব এখন তার আরোগ্য কামনা করছে।

 

X