বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কত বছরের একদম শেষ থেকে মারাত্মক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন রিশভ পন্থ (Rishabh Pant)। তারপরে এই ক্রিকেটার দীর্ঘদিনের জন্য ক্রিকেটের মাঠ থেকে ছিটকে গিয়েছিলেন কারণ তার পা এবং কোমর গুরুতর জখম হয়েছিল। ধীরে ধীরে চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। অবশেষে আবার তাকে ব্যাট হাতে মাঠে দেখা গেল।
রিশভ কবে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন সেই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট আপডেট পাওয়া যায়নি। কিন্তু সম্প্রতিক তাকে কেন্দ্র করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যেখানে তাকে ব্যাটিং করতে দেখা গিয়েছে। ব্যাট হাতে বেশ সাবলীল দেখিয়েছে তাকে।
@RishabhPant17 back in the ground 😍😍 #rishabhpant pic.twitter.com/M0r1tq9tzl
— Md Israque Ahamed (@IsraqueAhamed) August 16, 2023
ভিডিওটি প্রকাশ্য আসামাত্র সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভগবানকে ধন্যবাদ জানাচ্ছেন যে এত বড় দুর্ঘটনার পরেও তিনি মাঠে ফেরত আসার চেষ্টা করতে পারছেন। তবে বিশ্বকাপের আগে যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন না সেটা কারোর কাছেই অজানা নয়। হয়তো আগামী বছরের প্রথম কয়েক মাস বাদ দিয়ে তাকে ফের পেশাদার ক্রিকেটের মঞ্চে দেখা যাবে।
আরও পড়ুন: এশিয়া কাপের আগে আতঙ্কে BCCI! প্রাণ হাতে করে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবেন কোহলিরা
রিশভ পন্থ গাড়ি দুর্ঘটনার আগে ভারতের সীমিত ওভারের দল থেকে জায়গা হারিয়েছিলেন। কিন্তু টেস্ট ফরম্যাটে তিনি ছিলেন অপরিহার্য। ভারতকে অসম্ভব পরিস্থিতি থেকে বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন তিনি। সেই বিষয়গুলি মাথায় রেখেই তাকে নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। সাহায্য করেছে এবং তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ধীরে ধীরে রিহ্যাব করে সুস্থ হয়ে ওঠার পথে রয়েছেন।
আরও পড়ুন: ১২ বছর পর বিশ্বকাপ জিততে ভারতের ভরসা এই ৫ তারকা! প্রত্যেককেই তৈরি করেছেন ধোনি
তবে তার অনুপস্থিতিতে ভারতীয় দল দুজন উইকেট রক্ষককে টেস্ট দলে সুযোগ দিয়েছে। প্রথমজন হলেন শ্রীকর ভারত যার কিপিং ঠিকঠাক গেলেও ব্যাটিংয়ে একেবারেই দাগ কাটতে ব্যর্থ হয়েছেন তিনি। দ্বিতীয়জন হলেন ঈশান কিষাণ যিনি দীর্ঘদিন ধরেই সীমিত ওভারের ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু টেস্ট ফরম্যাটে সুযোগ পেয়েছেন গত ওয়েস্ট ইন্ডিজ সফরে। সুযোগ পেয়ে তিনি রিশভ পন্থের মতোই আগ্রাসি ব্যাটিং করেছিলেন দ্বিতীয় টেস্টে। পেয়েছিলেন নিজের টেস্ট কেরিয়ারের প্রথম অর্ধশতরান। তবে ধারাবাহিকত বজায় রাখতে পারবেন কিনা তিনি সেই নিয়ে বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।