মাঠে না থেকেও শীর্ষে পন্থ! ৪০ বছর বয়সেও চমকে দিচ্ছেন অ্যান্ডারসন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছরে তিনি ভারতীয় দলের (Team India) হয়ে কোনও ফরম্যাটে মাঠে নামেননি। দুর্ঘটনার কারণে আহত হয়ে আপাতত অন্তরালেই সময় কাটাচ্ছেন। কবে ফের মাঠে প্রত্যাবর্তন করবেন সেটা কেউই জানে না। কিন্তু তা সত্ত্বেও ভারতীয়দের মধ্যেই শীর্ষেই থেকে গেলেন রিশভ পন্থ (Rishabh Pant)। চলতি বছরে ভারতের খেলা দুটি টেস্ট ম্যাচের অংশ না হয়েও সদ্য প্রকাশিত আইসিসি (ICC) র‍্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান এবং বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ স্থান ধরে রেখেছেন ভারতীয় উইকেটরক্ষক।

শেষবার রিশব পান্থ মাঠে নেমেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। সেখানে যে তিনি বিশাল ভালো কিছু পারফরম‍্যান্স করেছিলেন এমন নয়। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে দাপট দেখিয়ে ভারত জয় পেলেও তাহলে না থাকাটা ভারতীয় মিডল অর্ডারের দুর্বলতাটি আরও একবার প্রকাশ করেছে। এই মুহূর্তে ভারতের হাতে তিন জন স্পিনার অলরাউন্ডার রয়েছে। ফলে ভারতের ব্যাটিং গভীরতা বাড়ছে। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ইংল্যান্ডের মাটিতে যেখানে ২ স্পিনার নিয়ে নামাও হয়তো সম্ভব হবে না। রিশভ ততদিনে সুস্থ হয়ে উঠবেন এমন ইঙ্গিত আপাতত পাওয়া যায়নি। ফলে ভারতীয় দল যে তার অভাব বোধ করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছলে সে কথা এক প্রকার নিশ্চিত।

আর টেস্ট বোলারদের ক্রমতালিকায় চমক দেখিয়েছেন জেমস অ্যান্ডারসন। এই মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ইংল্যান্ড দল। ৪০ বছর বয়সে পৌঁছেও নিজেকে দলের প্রধান পেস অস্ত্র হিসেবে উপস্থাপন করে চলেছেন অ্যান্ডারসন। তাই সদ্য প্রকাশিত ক্রমতালিকায় অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের দখলে থাকা শীর্ষস্থানটি তিনি ছিনিয়ে নিয়েছেন।

test ashwin team india

চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুটি টেস্ট ম্যাচেই অসাধারণ বোলিং করেও একটুর জন্য শীর্ষ স্থানটি ছুঁতে পারেননি অশ্বিন। তিনি সম্প্রতি দ্বিতীয় বোলার হিসেবে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট প্রতিদ্বন্দ্বিতায় ১০০ উইকেটের গণ্ডি ছুঁয়েছেন। পেরিয়ে গিয়েছেন ৪৫০ টেস্ট উইকেটের গন্ডিও। যদি সবকিছু ঠিকঠাক চলতে থাকে তাহলে এই ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবেই শেষ করবেন তিনি।

এই কাজে অশ্বিনকে যিনি টেক্কা দিতে পারেন সেই তারকা হলেন রবীন্দ্র জাদেজা। ইতিমধ্যে টেস্ট অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। তার ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। এই দুই স্পিন তারকার একসঙ্গে অক্ষর প‍্যাটেল ও অনেকটা উন্নতি করেছেন এবং এই মুহূর্তে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তিনি উঠে এসেছেন ৫ নম্বরে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর