বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ICC (International Cricket Council)-র তরফে ব্যাটারদের নতুন টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। যেটির মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় ব্যাটার ঋষভ পন্থ (Rishav Pant)। অথচ গত এক বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছেন না তিনি। উল্লেখ্য যে, ICC টেস্ট র্যাঙ্কিং-এর শীর্ষ দশে ৩ জন ভারতীয় খেলোয়াড় রয়েছেন। পাশাপাশি, তালিকায় এক নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
এক ধাপ এগিয়েছেন ঋষভ পন্থ: জানিয়ে রাখি যে, ঋষভ পন্থ ভারতীয় দলের হয়ে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে। কিন্তু তারপর থেকে তিনি আর টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট খেলেননি। ঋষভ ২০২২ সালের ডিসেম্বরে একটি দুর্ঘটনার মুখোমুখি হন। সেই কারণে তিনি ক্রিকেট মাঠ থেকে দূরে ছিলেন এবং টেস্ট ম্যাচও খেলতে পারেননি।
এমতাবস্থায়, ICC-র প্রকাশিত নতুন টেস্ট র্যাঙ্কিংয়ে ঋষভ পন্থ এক স্থান এগিয়ে গিয়েছেন। বর্তমানে তিনি ১৫ নম্বরে পৌঁছেছেন। তাঁর ৬৯২ রেটিং পয়েন্ট রয়েছে। পাকিস্তানের সৌদ শাকিলও এক ধাপ এগিয়ে ১৪ তম স্থানে উঠেছেন। তাঁর ৬৯৩ রেটিং পয়েন্ট রয়েছে।
আরও পড়ুন: এবারে হবে আসল যুদ্ধ! রতন টাটাকে টক্কর দিতে একসাথে মাঠে নামছেন আম্বানি-মাস্ক, প্রকাশ্যে পরিকল্পনা
তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম: ইতিমধ্যেই আমরা জানিয়েছি যে, ব্যাটারদের ICC টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছেন কেন উইলিয়ামসন। তাঁর ৮৫৯ রেটিং পয়েন্ট রয়েছে। পাশাপাশি, জো রুট রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর রয়েছে ৮২৪ রেটিং পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। তাঁর ৭৬৮ রেটিং পয়েন্ট রয়েছে।
আরও পড়ুন: Jio-Airtel-এর দিন শেষ! 5G পরিষেবায় এন্ট্রি নিতে চলেছে BSNL, বসবে ৩,৫০০ টাওয়ার
শীর্ষ দশে রয়েছেন ৩ ভারতীয় খেলোয়াড়: ব্যাটারদের জন্য নতুন ICC টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ-দশে ৩ জন ভারতীয় খেলোয়াড় অন্তর্ভুক্ত হয়েছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন রোহিত শর্মা। তাঁর ৭৫১ রেটিং পয়েন্ট রয়েছে। সাত নম্বরে আছেন যশস্বী জয়সওয়াল। তাঁর ৭৪০ রেটিং পয়েন্ট রয়েছে। নয় নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট হল ৭৩৭। উল্লেখ্য যে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল দারুণ পারফর্ম করেছেন। জয়সওয়াল সিরিজে দু’টি ডাবল সেঞ্চুরি করেছিলেন এবং ওই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এই কারণে তিনি প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পান।