বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছর শুরু হওয়ার দুই দিন আগে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন রিশভ পন্থ। ভারতীয় উইকেট রক্ষক দিল্লি থেকে নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে একাই ড্রাইভ করে ফিরছিলেন। কিন্তু সেই সময় হালকা তন্দ্রা এসে যাওয়ায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গার্ড ওয়ালে ধাক্কা মারে। তারপর থেকেই আহত অবস্থায় একের পর এক হাসপাতালে থাকতে হচ্ছে তাকে।
তিনি মাঠে কবে ফিরবেন সেই নিয়ে জল্পনা চলছে বহুদিন ধরে। প্রাথমিকভাবে মনে হয়েছিল যে চলতি বছরের জুন মাসে হয়তো মাঠে ফিরবেন তারকা উইকেট রক্ষক। কিন্তু তারপর জানা যায় যে তার হাঁটুর যে তিনটে লিগামেন্ট যখন হয়েছে সেগুলি থেকে সরে উঠতে মোটামুটি এক বছর সময় লেগে যেতে পারে তার। অর্থাৎ চলতি বছরে তারা মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম।
তার স্বাস্থ্য নিয়ে জল্পনা কল্পনা চলার মাঝেই এবার নিজেই নিজের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিলেন ভারতের তারকা উইকেট রক্ষক। একটি টুইট করে তিনি সকলকে তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বিসিসিআই এবং জয় শাহকেও তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
রিশভ পন্থ টুইটে বলেছেন, “আমি সমস্ত সমর্থন এবং শুভ কামনার জন্য বিনীত এবং কৃতজ্ঞ। আমি আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আমার অস্ত্রোপচার সফল হয়েছে। পুনরুদ্ধারের রাস্তা শুরু হয়েছে এবং আমি সামনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত। বিসিসিআই, জয় শাহ এবং সরকারী কর্তৃপক্ষকে তাদের অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ। আমার মনের অন্তস্থল থেকে আমি আমার ভক্তদেরও ধন্যবাদ জানাই। সবার সাথে মাঠেই দেখা হবে।”
ইতিমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের হয়ে তাকে না পাওয়া যাওয়ার জন্য আফসোস প্রকাশ করেছেন। কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজও পাওয়া যাবে না। রিশপ পন্থ সাম্প্রতিক কালে ওয়ান ডে ফরম্যাটে বা টি-টোয়েন্টি ফরম্যাটে খারাপ ছন্দে থাকলেও টেস্টে আজও তিনি অপরিহার্য। তার না থাকাটা বড় ধাক্কা ভারতের কাছে।