ভারতের প্রাপ্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট কেরিয়ার প্রায় শেষের দিকে। এমন পরিস্থিতিতে অনেকেই ঋষভ পন্থকে ধোনির উত্তরসূরি হিসাবে দেখছেন। আর ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেষ্টে ধোনিকে টেক্কা দিলেন পন্থ। টেষ্ট ক্রিকেটে ভারতীয় উইকেট কিপার হিসাবে এতদিন অব্দি দ্রুততম 50 টি শিকারের মালিক ছিলেন ধোনি তবে এবার ধোনি কে টপকে সেই রেকর্ড টি নিজের নামে করে নিলেন ঋষভ পন্থ। রবিবার সাবাইনা পার্কে দ্বিতীয় টেষ্টের তৃতীয় দিনের খেলা চলেছিল তখনই এই রেকর্ডটি নিজের নামে করে নেন ঋষভ পন্থ।
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সেই সময় ব্যাট করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রেথওয়েটের তখনই ইশান্ত শর্মার বলে সহজ ক্যাচ তুলে দেন ঋষভ পন্থের হাতে। সেই ক্যাচ ধরার সাথে সাথেই টেষ্ট ক্রিকেটে মাত্র 11 টি টেষ্ট ম্যাচে 50 টি ক্যাচ ধরার রেকর্ড করেন ঋষভ পন্থ। ধোনি 50 টি ক্যাচ ধরার জন্য সময় নিয়েছিল 15 টি টেষ্ট ম্যাচ। আর ঋষভ পন্থ এখানেই টেক্কা দিলেন ধোনিকে। আর ধোনিকে টেক্কা দিয়েই ভারতীয় উইকেট কিপারদের মধ্যে সবথেকে দ্রুত 50 টি শিকারের মালিক হলেন পন্থ।
গত বছর ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে এক ম্যাচে 11 টি ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড করেছিলেন ভারতীয় উইকেট কিপার ঋষভ পন্থ। পন্থের সাথেই এই রেকর্ডের মালিক দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার এবি ডেভিলিয়ার্স এবং ইংল্যান্ডের জ্যাক রাশেলের।