বিরাট কোহলি , রবি শাস্ত্রী কে গম্ভীর প্রশ্নের মুখে দার করালেন ঋষিকাপুর

 

বাংলা hunt ডেস্ক : সম্প্রতি প্রকাশ‍্যে এসেছিলো আগামী বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া ভারতীয় ক্রিকেট দলের তালিকা, তালিকায় সবচেয়ে বড়ো চমক হিসেবে দেখা হচ্ছিলো ঋষভ পন্থের না থাকা, এই মুহূর্তে যেরকম ফর্মে আছেন ঋষভ, সেই হিসেবে তার থেকে ভালো কিছুর আশা করা যেতেই পারতো।কিন্তু না , তা হয়নি বরং দীনেশ কার্তিক কে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।এইবার এমন নির্বাচন নিয়ে মুখ খুললেন অভিনেতা ঋষি কাপুর, টুইট করে বিরাট এবং রবি শাস্ত্রীর কাছে দলে পন্থকে না নেওয়ার কারন জানতে চান তিনি।পরবর্তী সময়ে ভাইরাল হয়ে যায় এই খবরটি, যদিও এই অভিনেতা কে কোনও প্রকার জবাব দিতে পারেনি কোহলি, শাস্ত্রী।

প্রসঙ্গত, এর আগের ক্রিকেট সম্পর্কীয় বিষয়ে মন্তব্য করতে দেখা গেছে ঋষি কে। আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ।ইতিমধ্যে বিশ্বকাপের দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।সেই দলে ঋষভ পন্থ এবং আম্বাতি রায়ডু সুযোগ না পাওয়ায় ইতিমধ্যে তৈরি হয়েছে প্রশ্ন ঠিক এমন একটি মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছিলেন অভিনেতা ঋষিকাপুর।

ee00c img 20190510 wa0022

বলিউড এই অভিনেতা এই মুহূর্তে রয়েছেন আমেরিকায় , চিকিৎসার উদ্দেশ্যে।খুব শীঘ্রই দেশে ফিরবেন তিনি এমনটাই তৈরী হয়েছে জল্পনা।এরই মাঝে টুইট করলেন তিনি , বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলের উদ্দেশ্যে।সেখানে তিনি প্রতিটি ক্রিকেটারের ছবিওয়ালা তালিকা দিয়ে প্রশ্ন রেখেছিলেন সবার মুখে এতো দাড়ি কেনো ? আবার ধোনির মুখে দাড়ি না থাকার বিষয়টি এড়ায়নি তার চোখ থেকে।ঋষির এহেন টুইট আসার পর থেকেই তা মুহূর্তে হয়ে ওঠে, তার ভক্তরা এবিষয়ে নিজের যুক্তি খাঁড়া করার চেষ্টা করে।প্রসঙ্গত, ঋষিকে শেষ বারের মতো দেখা গেছিলো ” মুল্ক ” ছবিতে অভিনয় করতে।

সম্পর্কিত খবর