জন্মাষ্টমীতে সস্ত্রীক মন্দিরে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, ঋষির কৃষ্ণ ভক্তি দেখে আপ্লূত ভারতীয়রাও

বাংলাহান্ট ডেস্ক : ‘স্বদেশ’ (Swadesh) সিনেমার কথা মনে আছে? শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত সুপারহিট সেই সিনেমায় নাসার (NASA) বিজ্ঞানীকে দেশে ফিরে আসতে হয় ভারতের সংস্কৃতির টানে। সেই ঘটনারই আংশিক বাস্তব রূপ দেখা গেল। বিদেশেই জন্ম তাঁর, মানুষ হয়েছিলেন বিদেশেই। তারপরও শিকড়ের টানকে উপেক্ষা করতে পারলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক (Rishi Sunak)। নির্বাচনী প্রচার, প্রস্তুতি নিয়ে হাজারো ব্যস্ততার মধ্যেও জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে গেলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী আকশাতা মূর্তিও। ঋষি সুনক নিজেই ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে মন্দিরে যাওয়ার কথা জানান সকলকে।

ঋষি সুনক ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, ‘আজ আমি সকাল-সকালই শ্রী কৃষ্ণের জন্মদিবস, জন্মাষ্টমী উদযাপন করতে ভক্তিবেদান্ত ম্যানর মন্দিরে গিয়েছিলাম স্ত্রী আকশাতার সঙ্গে।’

uk chancellor rishi sunak lights up downing street with diwali decorations

প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারে স্ত্রী আকশাতার বংশপরিচয় ও অর্থের পরিমাণ অন্যতম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় সুনকের। তারপরও স্ত্রীকে তাঁর সমর্থনের অন্যতম স্তম্ভ বলেই মনে করেন তিনি। সুনক আগেই জানান, স্ত্রী ও তাঁর শ্বশুর-শাশুড়ির জন্য তিনি গর্ববোধ করেন। ঋষি সুনকের স্ত্রী আকশাতার মা-বাবা হলেন ইনফোসিস সংস্থার প্রতিষ্ঠাতা তথা দুই কর্ণধার নারায়ণ মূর্তি ও সুধা মূর্তি। শ্বশুর-শাশুড়ির জন্য গর্বিত হলেও, তাদের সম্পত্তি বা প্রভাব-প্রতিপত্তির সঙ্গে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হওয়ার কোনও সম্পর্ক নেই বলেই জানান ঋষি।

Untitled design 2022 08 19T115328.050

নির্বাচনের মুখে দাঁড়িয়ে ভারতীয় যোগাযোগ এবং সংস্কৃতিকে মনে করা এবং তার প্রচার করা ঋষি সুনকের জন্য বেশ উপকারী হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী পদ থেকে বরিস জনসনের ইস্তফা দেওয়ার পরই পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নাম লিখিয়েছিলেন ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী। বাকি সমস্ত দিকপাল প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। চূড়ান্ত ধাপে তাঁর প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস। প্রাথমিক ভাবে লিজের দিকেই ডেমোক্রাটদের বেশি সমর্থন থাকলেও, হার মানতে নারাজ ঋষি সুনকও। আগামী ৫ সেপ্টেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে। তার আগে শেষ মুহূর্তে প্রচারে কোনও খামতি রাখছেন না দুই পদপ্রার্থীই। আজ, শুক্রবার ঋষি সুনক ও লিজ ট্রাস আবারও বিতর্কসভায় মুখোমুখি হবেন বলে জানা যাচ্ছে।


Sudipto

সম্পর্কিত খবর